টিকা না নেওয়ার আগে বিয়ে নয়: রিচা চাড্ডা
রিচা চাড্ডা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রিচা চাড্ডা বলেছেন, টিকা না নেওয়ার আগে তিনি বিয়ে করবেন না। পেমিক আলি ফজলের সঙ্গে বিয়ে প্রসঙ্গে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবেব একথা বলেন তিনি।
রিচা বলেন, ‘সবাই টিকা না নেওয়া পর্যন্ত বিয়ের কথা ভাবছি না। বিয়ের জন্য অন্য কারও জীবনে বিপদ ডেকে আনতে চাই না।’
বিজ্ঞাপন
বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে সুভাষ কাপুর পরিচালিত রিচার নতুন সিনেমা ‘ম্যাডাম চিফ মিনিস্টার’। এতে রিচার সঙ্গে একমাত্র বড় তারকা সৌরভ শুক্লা। এই সিনেমায় ভিন্নরকম চরিত্রে অভিনয় করেছেন রিচা। এতে কখনো বাইক আবার কখনো ট্রাক্টর চালাতে দেখা যাবে তাকে। কখনো বা তিনি এক ডানপিটে মেয়ে আবার কখনো বা রাজনীতিবিদ। এত্ত সব চরিত্র একসঙ্গে করার জন্য অভিনেত্রীকে অনেক খাটুনিও খাটতে হয়েছে।
মুক্তির আগে সিনেমাটি নিয়ে আপনি কি কোনও চাপে আছেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি কখনোই সেভাবে চাপ নিই না। আমার চাওয়া একটাই সিনেমাটা সবাই উপভোগ করুক। সিনেমাটির মাধ্যমে যে বার্তা দিতে যাচ্ছি, তা সবাই উপলব্ধি করুক। এসব সব নির্ভর করছে দর্শকের ওপর।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ সিনেমায় প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন আলী ফজল ও রিচা। ছবির শুটিং চলাকালীন তাদের মধ্যে বন্ধুত্ব হয়। মিলে যেতে থাকে দুজনের পছন্দ-অপছন্দ। এক সময় তারা সম্পর্কে জড়ান। ৭৪তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভিক্টোরিয়া ও আব্দুল সিনেমার প্রিমিয়ারে প্রথম দজনকে একসঙ্গে দেখা যায়। তারপর থেকে জানাজানি হতে থাকে দুজনের প্রেম কাহিনী। গত বছরের এপ্রিলে বিয়ে করার কথা ছিল তাদের। কিন্তু করোনার কারণে সেই বিয়ে পিছিয়ে দেন তারা।
এর এবার রিচা বললেন, সবাই টিকা না নেওয়ার আগে বিয়ে নয়।
আরআইজে