তরুণ মডেল-অভিনেতা আসিফ আহসান খান। মডেলিং করছেন অনেক দিন ধরেই। পাশাপাশি অভিনয়েও তার সমান আগ্রহ। চিত্রনায়িকা বুবলীর বিপরীতে অভিনয় করেছেন ‘তালাশ’ সিনেমায়। যেটি নির্মাণ করেছেন সৈকত নাসির। সিনেমাটি অবশ্য এখনো মুক্তি পায়নি।

সম্প্রতি আসিফ কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতে। যেটার শিরোনাম ‘ভুল’। গানটি গেয়েছেন এক সময়ের জনপ্রিয় কমেডিয়ান হারুন কিসিঞ্জারের ছেলে রুবেল খন্দকার। রাজ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিওসহ প্রকাশিত হয়েছে।

এ গানের কথা লিখেছেন ও সুর করেছেন গায়ক নিজেই। সংগীতায়োজনে ওয়াহিদ শাহীন। ভিডিও নির্মাণ করেছেন মনজু আহমেদ। চিত্রায়নে ছিলেন শব্দ তরঙ্গ এবং সহকারী পরিচালক ছিলেন রুম্মান আব্দুল্লাহ।

নতুন মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা জানিয়ে আসিফ বলেন, ‘গানটি শ্রুতিমধুর। শুনেই এতে অভিনয়ের আগ্রহ পাই। সহশিল্পী প্রিয়ন্তী, নির্মাতা মনজু ভাইসহ পুরো টিম যত্নের সঙ্গে কাজটি করেছি।’

অন্যদিকে নির্মাতা মনজু আহমেদ বললেন, ‘এই গানের কথাগুলো আমাদের সবার জীবনের অংশ। ভুল সবারই হয়, সেই ভুলে কেউ নিঃশেষ হয়ে যায়, কেউ শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ায়। গানের মর্মার্থকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দর্শক-শ্রোতারা পছন্দ করবেন।’

কেআই/আরআইজে