খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। যেখানে অভিনয় করেছেন বলিউডের দাপুটে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। কেবল অভিনয় নয়, প্রযোজক হিসেবেও আছেন এই তারকা। নির্মাণ শেষে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। কিছু দিন আগেই এটি নির্বাচিত হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

এমন সুসময়েই নির্মাতা ফারুকীকে প্রশংসায় ভাসালেন অভিনেতা নওয়াজ। তিনি বলেন, ‘তার অসাধারণ চেষ্টায় একটা ছোট আইডিয়া থেকে ব্রিলিয়ান্ট স্ক্রিপ্ট তৈরি হয়ে যায়। তিনি আসলে শুধু একজন আর্টফিল্ম মেকার নন, দ্রুত স্টোরি বলা ও দর্শককে আকৃষ্ট করে রাখতেও সক্ষম। তার সিনেমাগুলো দর্শক ধরে রাখার মতো।’

কীভাবে ফারুকীর সিনেমায় যুক্ত হয়েছিলেন নওয়াজ, সেটাও জানালেন অভিনেতা। বললেন, ‘‘বছর তিনেক আগে আমি ও ফারুকী ছবিটি নিয়ে চ্যাটিং করছিলাম। তখন দুজনই কলকাতায়। একদিন ফারুকী আমার সঙ্গে দেখা করতে আসেন। তিনি ‘আইডেন্টিটি’ বিষয়ক একটি আইডিয়া শেয়ার করেন। আমি বলেছিলেন, এটা ডেভেলপ করে পরে আবারও বসতে। এরপর ফারুকী ১ বছরের মধ্যে ছবিটির কয়েকটি ড্রাফট তৈরি করে ফেলেন।’’

‘নো ল্যান্ডস ম্যান’ নির্মিত হয়েছে ইংরেজি ভাষায়। কিন্তু নওয়াজউদ্দিন এই ভাষায় খুব একটা দক্ষ নন। তাই শুটিংয়ের প্রথম দিকে কিছুটা ঝামেলা পোহাতে হয়েছে তাকে। অভিনেতা বলেন, ‘প্রথমদিকে ইংরেজি সংলাপে সমস্যা হয়েছে। তবে ফারুকী আমাকে পুরো সময়জুড়ে সাহায্য করেছেন। চরিত্রের ছন্দ বুঝে যাওয়ার পরে আর সমস্যা হয়নি।’

উল্লেখ্য, এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। বাংলাদেশ থেকে আছেন তাহসান এবং অস্ট্রেলিয়ার অভিনেত্রী মেগান মিশেল। সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীতজ্ঞ এ আর রহমান। নওয়াজ ছাড়াও প্রযোজনায় আছেন ফরিদুর রেজা সাগর, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। এছাড়া কো-প্রডিউসার হিসেবে আছেন এ আর রহমান ও বঙ্গবিডি।

কেআই