ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। রোববার রাতে দাদাগিরিতে দর্শক দেখলেন টিভি চ্যানেলটির জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ পরিবারকে।   

‘মিঠাই’ পরিবার অর্থাৎ মোদক পরিবার হাজির হয়েছিল দাদাগিগির সেটে। তবে যথারীতি পরিবারের সদস্যদের মধ্যে সবার চেয়ে বেশি নজর কেড়েছেন ‘মিঠাই।’ 

ধারাবাহিকে যেমনটা দেখা যায় তেমনই মনোহরার হাঁড়ি নিয়ে দাদার সঙ্গে ‘দাদাগিরি’ দেখাতে হাজির হয়েছিল জনাই-এর মেয়ে। ‘দাদা’ অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে সামনে পেয়ে মিঠাই যে উচ্ছ্বাস চেপে রাখতে পারছেন না, তা জি বাংলায় ‘দাদাগিরি’র প্রমোতেই দেখা গিয়েছিল। 

ইনস্টাগ্রামে ভাইরাল ‘বাচপান কা পিয়ার’ গানে ‘দাদা’কে সঙ্গে নিয়ে  নাচতে দেখা গেল মিঠাইকে। 

তবে শুধু ‘মিঠাই’ অর্থাৎ অভিনেত্রী সৌমীতৃষাই নন, দাদাগিরির সেটে এদিন হাজির হন মোদক পরিবারের ‘উচ্ছেবাবু’ সিদ্ধার্থ অর্থাৎ অভিনেতা আদৃত, ‘টেস’ তন্বী লাহা রায়, সোম ওরফে ধ্রুব। 

রোববার রাতে প্রচারিত হয় দাদাগিরির এই পর্বটি। 

এনএফ