যত দিন যাচ্ছে ভারতীয় চ্যানেল জি বাংলার ধারবাহিক মিঠাই তত বেশি দর্শকের জনপ্রিয়তা পাচ্ছে। গত ২৭ সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গে টিআরপি তালিকায় সবার ওপরে রয়েছে এ ধারাবাহিক। 

দর্শক কয়েকদিন আগে ভেবেছিলেন আবার হয়তো বিয়ের সানাই বাজতে যাচ্ছে মোদক পরিবারে। কিন্তু এখন আর তার লক্ষণ দেখা যাচ্ছে না। বরং নতুন এক পরিস্থিতির মুখে এখন দাঁড়িয়ে আছে মোদক পরিবার।   

প্রতি সপ্তাহেই দর্শকের জন্য কোনো না কোনো চমক অপেক্ষা করে থাকে। এ ধারাবাহিকে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে- দেখা গেল মিঠাইয়ের মা তাকে নিয়ে চলে গেছেন, সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে করছেন সিদ্ধেশ্বর মোদক অর্থাৎ সকলের প্রিয় দাদু। তিনিও হঠাৎ করে আশ্রমে চলে যান সন্ন্যাস নেবেন বলে। অনেক কষ্টে খোঁজ পাওয়া যায় তার।  

খোঁজ পাওয়া গেলেও বাড়ি ফিরতে রাজি না দাদু। শেষ পর্যন্ত সবকিছু মিঠাইকে জানায় সিদ্ধার্থ। এবার দুজন একসঙ্গে আশ্রমে যায় দাদুকে ফেরাতে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না কিছুতেই।  

এ অবস্থায় সিদ্ধার্থ জানায়, দাদুর জন্য নিজের বিশ্বাসও পরিবর্তন করতে রাজি সে। মিঠাইয়ের সঙ্গে বিয়ে মেনে নিতে রাজি হয় সে। শুধু তাই নয় হাঁটু গেড়ে বিয়ের জন্যে মিঠাইকে প্রস্তাব দেয়ও সিড! 

সিদ্ধার্থ ও মিঠাইয়ের বিচ্ছেদ ও মিঠাইয়ের ফিরে যাওয়া মেনে নিতে পারেনি মিঠাই ভক্তরা। তবে এবার হয়তো তাদের মনের আশা পূরণ হতে যাচ্ছে। 

এনএফ