দুর্গাপূজায় 'শরৎ প্রভাতে' সমরজিৎ-প্রিয়াংকা
দেশের শুদ্ধ সংগীতের অনুরাগীদের কাছে প্রিয় দুটি নাম সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ। দুর্গাপুজা উপলক্ষে এবারে মহালয়ার গান নিয়ে আসছেন তারা। গানটির শিরোনাম 'শরৎ প্রভাতে'।
প্রবীর দত্ত সাজুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিংয়ে বিনোদ রায়। ভিডিও দৃশ্যধারণে ছিলেন শেখ সাদী এবং ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন।
বিজ্ঞাপন
আগামী ৪ অক্টোবর সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে। এছাড়া বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা প্যারিসের পরিচালনায় গানটির নৃত্যাঞ্জলির একটি ভিডিও প্রকাশিত হবে।
গানটি নিয়ে সমরজিৎ বলেন, ‘প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কণ্ঠে গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। আর পুজোতে নতুন গানের আনন্দই অন্যরকম। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
বিজ্ঞাপন
প্রিয়াংকা গোপ বলেন, ‘মহালয়া নিয়ে এতো অসাধারণ কথা ও সুরের গান খুব কমই হয়েছে। মহালয়া নিয়ে আমাদের দুজনেরই এটি প্রথম মৌলিক গান। গানটি সবার ভীষণ ভালো লাগবে, সন্দেহ নেই।
আরআইজে