আজরা মাহমুদ, শ্রাবণ্য তৌহিদা, নীল হুরেজাহান, মৌসুমী মৌ-চারজনই একাধারে উপস্থাপক, মডেল ও অভিনেত্রী। তবে খেলার মাঠে উপস্থাপক হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন তারা। এই কাজটি চারজনই বেশ উপভোগ করেন। এবার প্রথমবারের মতো ক্রিকেট নিয়ে একই শো উপস্থাপনায় দেখা যাবে তাদের।

আজ (১৭ অক্টোবর) থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে জিটিভির নতুন এই শো। যেখানে ম্যাচ শুরুর আগে ‘৩০ মিনিট বাকি’ এবং ম্যাচ শেষে ‘ক্রিকেট এক্সট্রা’ নামে শো করবেন তারা। 

এই শো প্রসঙ্গে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতে আমার সব সময়ই ভালো লাগে। এবার টি-২০ বিশ্বকাপ নিয়ে শোটি করছি ভেবে আনন্দ লাগছে। খেলার আগে ও পরে শো দুটি হবে।’ 

মৌসুমী মৌ বলেন, ‘খেলা চলাকালীন প্রতিদিনই এই শোটি হবে। যেখানে আমরা মোট চারজন উপস্থাপনা করব। আমরা প্রত্যেকেই চেষ্টা করব শোটির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের বাড়তি আনন্দ দিতে।’

নীল হুরেজাহান বলেন, ‘আমি উপস্থাপনা করতেই সব সময়ই পছন্দ করি, আর সেটা যদি হয় খেলাধুলার তাহলে আরও বেশি ভালো লাগে। বাংলাদেশ দল যত বেশি ভালো করবে আমরা তত বেশি এনজয় করব এই শো।’  

আরআইজে