ওমানে শুরু হওয়া টি-২০ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী দিনে অপ্রত্যাশিতভাবে স্কটল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ। ফলে সুপার টুয়েলভে উঠতে হলে পরের দুই ম্যাচে জিততেই হবে টাইগারদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে পয়েন্ট টেবিলের নানান সমীকরণের দিকে। এই অবস্থায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। এই ম্যাচ এবং বাংলাদেশ দলের প্রতি নিজের প্রত্যাশার কথা ঢাকা পোস্টের সঙ্গে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ

ওমানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আশাবাদী সিয়াম বলেন, ‘গত ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়ায় বাংলাদেশকে আজ চাপ নিয়েই খেলতে হবে। এই চাপ হচ্ছে ১৮ কোটি মানুষের চাপ, বড় দল হিসেবে নিজেদের প্রমাণ করার চাপ, সামনে এগিয়ে যাওয়ার চাপ। আমার বিশ্বাস দলের সবাই আজ নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবে। ম্যাচটি জিতে নিজেরা চাপমুক্ত হবে এবং গোটা দেশের মুখে হাসি ফোটাবে।’

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে বড় ধাক্কা খাওয়ায় আর সবার মতো হতাশ সিয়াম আহমেদও। ‘পোড়া মন ২’ খ্যাত এই নায়কের মন ভেঙেছে ম্যাচটি। বলেন, ‘শুরু থেকে শেষ বল পর্যন্ত ম্যাচটি দেখেছি। খুবই কষ্ট পেয়েছি। আমাদের দুই ওপেনারের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। আর ব্যাটিং লাইনে তিন সিনিয়রের মাঝে আফিফ-সাইফউদ্দিনের মতো তরুণ কাউকে পাঠানো যেতো। তারা ফ্রি হ্যান্ডে খেললে হয়ত শেষ দিকে রানের এত প্রেশার থাকত না।’

বাংলাদেশ দলকে নিয়ে এখনও স্বপ্ন দেখেন সিয়াম। জানালেন সেই কথাও, ‘বাংলাদেশ এখন আর ছোট দল নয়। আমাদের খেলায়ও সেই প্রতিফলনটা ঘটাতে হবে। ক্রিকেটের পেছনে বাংলাদেশের ইনভেস্টমেন্ট এবং পৃষ্ঠপোষকতার কথাও ক্রিকেটারদের মাথায় রাখতে হবে। পুরো জাতি তাকিয়ে থাকে ক্রিকেটের দিকে। এই ক্রিকেট আমাদের এক করে রাখে। আশা করি এই বিষয়টি উপলব্ধি করে বাংলার টাইগাররা পরের ম্যাচগুলো খেলবে এবং দেশকে বিজয়ের আনন্দে ভাসাবে।’

আরআইজে