ক্রিকেট দলকে উৎসাহ যোগাতে তাদের গান
চলমান টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের উৎসাহ দিতে প্রকাশিত হয়েছে একটি বিশেষ গান। যার শিরোনাম ‘লড়বে এবার বাংলাদেশ’।
গানটিতে একক ভার্সনে কণ্ঠ দিয়েছেন ইউসুফ রিয়াদ। এছাড়া দ্বৈত একটি ভার্সন গেয়েছেন রিয়াদ ও ঝিলিক। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা।
বিজ্ঞাপন
গানটির পৃষ্ঠপোষক টি-স্পোটর্স। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রতি ভিডিও আকারে এটি উন্মুক্ত করা হয়েছে। এরইমধ্যে গানটি টাইগার ভক্ত-সমর্থক ও ক্রিকেট সংশ্লিষ্টরা বেশ পছন্দ করেছেন।
গানটি নিয়ে ইউসুফ রিয়াদ বলেন, ‘আমি নিজেও একজন ক্রিকেটভক্ত। বাংলাদেশের সব খেলাই দেখার চেষ্টা করি। বাংলাদেশ দলকে উৎসাহ জানিয়ে এই গানটি গাইতে পেরে খুব ভালো লাগছে। মূলত সুরকার-সংগীত পরিচালক রাজন সাহার মাধ্যমেই আমি কাজটির সঙ্গে যুক্ত হয়েছি। আশাকরি গানটি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নেবে।’
বিজ্ঞাপন
সুরকার রাজন সাহা বলেন, ‘গানটির মাধ্যমে আমরা চেষ্টা করেছি বাংলাদেশ দল এবং ভক্ত-সমর্থকদের উৎসাহ দিতে। গানের কথা, সুর-সংগীতায়োজন, গায়কী এবং ভিডিওতেও ক্রিকেটীয় আমেজ ফুটিয়ে তোলা হয়েছে। টি-স্পোর্টসকে ধন্যবাদ জানাই এমন একটি গান প্রযোজনা করার জন্য।’
আরআইজে