শ্রীলঙ্কার ভাইরাল গায়িকা ইয়োহানি ডি’ সিলভার ‘মানিকে মাগে হিতে’ গানটি এবার ইংরেজি ভাষায় গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স। সিংহলী গানটি চলতি বছরের মে মাসে ফেসবুক, ইউটিউবে ছড়িয়ে পড়েছিল। সাত মাস পরেও মলিন হয়নি গানটির সুর। সহজ সুরে বাঁধা এ গানের মুগ্ধতা কাটেনি এখনও। তাই তো নানা দিকে ছড়িয়ে পড়ছে গানটি।

ইংরেজি ভাষায় সুর, তাল এক রেখেই নিজের মতো করে এ গান সাজিয়েছেন এমা। গানের ভিডিও পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিন লাখ মানুষ সেটি দেখেছেন। এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

‘মানিকে মাগে হিতে’ একটি সিংহলী ছবির গান। গত বছর ছবিটি মুক্তি পায়। চলতি বছরে ইওহানি দি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এরপরই গানটি আলোচনায় আসে। ইতোমধ্যে এ গানের নানা সংস্করণ নেটমাধ্যমে এসেছে। যত দিন যাচ্ছে, ততই যেন বাড়ছে এ গানের জনপ্রিয়তা।

শ্রীলঙ্কার কলম্বোয় জন্ম নেওয়া ইয়োহানির বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা ও মা সাবেক এয়ার হোস্টেস। ২৮ বছর বয়সী এ গায়িকাকে শ্রীলংকার ‘র‌্যাপ প্রিন্সেস’ বলে অভিহিত করা হয়। ২০১৬ সালে তিনি ইউটিউব চ্যানেল খোলার পর গান প্রকাশ করতে থাকেন।

সূত্র: আনন্দবাজার

এসএসএইচ