আজ সোমবার (৮ নভেম্বর) নন্দিত গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস-এর জন্মদিন। বিশেষ এই দিনে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী থেকে শুরু করে অনেক স্বজন-শুভাকাঙক্ষীর ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। এমন দিনে ঢাকা পোস্টের কাছে তাপসকে নিয়ে কলম ধরেছেন তার খুব পছন্দের একজন গায়িকা, এ সময়ে বেশ সুনাম কুড়ানো জিনিয়া জাফরিন লুইপা

‘তাপস দিবস। আমার স্বল্প দেখায় এই মানুষটির গল্প ততটা অল্প নয়। অনেক তপস্যায় পৃথিবীতে একজন তাপস আসেন। পৃথিবীর আবর্তে পরিবর্তনের সমীরণ আসে তার পিছু পিছু। অসম্ভব দূরদর্শী এবং সংগীত সভ্যতার এক প্রবর্তক হিসেবে তাকে চিনতে শুরু করেছি। কখনো আবার অচেনাও লাগে। সুনিপুণ বিন্যাসে শতবর্ষ পরিকল্পিত জীবনের বাস্তবায়িত বর্তমান যার, ঠিক একইসঙ্গে গানে গানে জীবন দর্শনে খুঁজে পাই এক আধুনিক বাউল। 

তাকে বরং আমি দুটো ভাগ করে নেই- একজন শিল্পী তাপস, আর একজন প্রতিষ্ঠান তাপস।

একজন সৃষ্টিশীল পরিপূর্ণ শিল্পী আর সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী আপোষহীন তাপস মিলেমিশে একাকার। মানুষকে সাফল্যের পিছু পিছু ছুটতে দেখেছি অনবরত, কিন্তু সাফল্যকেও কোন এক মানুষের পেছনে ছুটতে দেখবার সৌভাগ্য হয়েছে আমার। মাঝে মাঝে হাসিও পায়, এতো কম বয়সী একটা মানুষ ১০০০ বছরের ভাড় নেয়া মস্তিষ্ক আর মনটা নিয়ে বুড়ো সাজার কি ঢং-টাই না করেন! ১০০০ বছরের কুড়ে জীবনের চেয়ে ৩ দশকের এই শ্রেষ্ঠ জীবন আমাকে অনুপ্রাণিত করে পরিপূর্ণ রূপে।

চোখে তার হাজার কথা, অনুভবে সুখের অনুরণ আর কণ্ঠস্বরে সুরের আলোড়ন-তাপস প্রাণের সঞ্চার হোক প্রতিটি বাঙালির মাঝে।

স্বপ্নবাজ তো অনেকেই আছেন, কিন্তু স্বপ্নের ওপর বিশ্বাস আছে কজনের! তার সেই বিশ্বাস চোখ বন্ধ করে বিশ্বাস করি আমরাও! বিশ্বাস করে বাংলাদেশ!’

লেখক: সংগীতশিল্পী

আরআইজে