খোশমেজাজেই ছিলেন অর্জুন কাপুর। প্রেমিকা মালাইকা অরোরাকে নিয়ে ভালোই উদযাপন করেছেন দীপাবলি। তারপরে আচমকা ছবির সেটে মেজাজ হারিয়ে বসেন এ অভিনেতা। চিৎকার-চেঁচামেচি করেন তিনি। 

তিনি খুবই বিরক্ত। রাখঢাক না করে ইনস্টাগ্রামে সে কথা জানিয়েছেন বনি-পুত্র। কিন্তু এত রাগ-বিরক্তির কারণ এখনও প্রকাশ্যে আনেননি তিনি। 

সোমবার একটি স্টোরি পোস্ট করেছেন অর্জুন। লিখেছেন, ‘হ্যাঁ। ছবির সেটে আমি রেগে গিয়েছিলাম। কিন্তু এই রাগের যথেষ্ট কারণ ছিল। আমার খুবই বিরক্ত লাগছে। এখন সকলকে বোঝানোর মতো অবস্থায় নেই। কালকে সব জানতে পারবেন।’

এর আগে গত রোববার অর্জুনের একটি ভিডিও পোস্ট করে মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম। সেখানে উত্তেজিত হয়ে অর্জুনকে বলতে দেখা যায়, ‘আগে কেন হয়নি এই কাজগুলো? এইগুলো হয়ে গেলে আমাদের জীবনটা একটু সহজ হয়ে যেত। তোমাদের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত।’

তবে কী কারণে অর্জুন এত রেগে গিয়েছেন তা জানা যায়নি। কোন ছবির সেটে এই ঘটনা ঘটেছে, তা-ও অজানা। অনেকে আবার বলছেন কোনও বিজ্ঞাপনের কাজের জন্যও এমন করতে পারেন অভিনেতা। কিন্তু আসলে ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

সূত্র : আনন্দবাজার

এসকেডি