সুরেলা ও শুদ্ধ সংগীত পরিবেশনার জন্য বেশ খ্যাতি রয়েছে সংগীতশিল্পী সাহানা বাজপেয়ীর। শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন তার কণ্ঠ। সেই গায়িকাই কিনা টানা এক মাস গান গাইতে পারবেন না। বলতে পারবেন না কথা।

মূলত সাহানাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে চিকিৎসক। গলার স্বরযন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে তার। সেটির চিকিৎকার অংশ হিসেবে আপাতত গান ও কথা বলা থেকে বিরত থাকতে হচ্ছে গায়িকাকে।

বিষয়টি নিয়ে সাহানা ফেসবুকে লিখেছেন, ‘স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়েছে সম্প্রতি। তাতে দেখা গিয়েছে আমার স্বরযন্ত্রে ভালোমতো রক্তক্ষরণ হয়েছে। আমাকে মাসখানেক গান গাইতে, কথা বলতে বা চিৎকার করতে বারণ করা হয়েছে।’ 

মজার ছলে তিনি আরও বলেছেন, ‘এই পরিস্থিতির সঙ্গে আপনারা দয়া করে মানিয়ে নিন। আমি নিজেও আমার এই নীরবসত্তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটি আমার এমন এক সত্তা, যা আমি এ যাবৎকাল নিজেই আবিষ্কার করে উঠতে পারিনি। যাদের ওপর আমি চিৎকার করি, তাদের একটু দূরে থাকার অনুরোধ করছি। আমি নিজের সঙ্গেও এই দূরত্ব তৈরি করছি।’

যুক্তরাজ্যে স্থায়ী সাহানা বেশ কিছুদিন যাবত গবেষণার কাজে পশ্চিমবঙ্গে রয়েছেন। কখনও শান্তিনিকেতন, কখনও কলকাতায় থাকছেন। এর মধ্যে একাধিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি।

এদিকে গত ১২ নভেম্বর প্রকাশিত হয়েছে সাহানার গাওয়া লালন সংগীত ‘জাত গেল’। সুস্থ হয়ে আবারও নতুন গানে কণ্ঠ দেবেন তিনি।

আরআইজে