দেশের নন্দিত গজলশিল্পী আরিফুল ইসলাম মিঠু। তার প্রাণবন্ত গায়কী তাবত দর্শককে মুগ্ধ করে। বিশেষ করে তার গজল সংগীতকে উপমহাদেশের প্রখ্যাত গায়ক মেহেদী হাসানের সঙ্গে তুলনা করা হয়! কিন্তু তিনি সব সময় নিজেকে আড়াল করে নিরবে নিভৃতে থাকতেই ভালোবাসেন।

দীর্ঘদিন পর কোনো টেলিভিশন অনুষ্ঠানে গাইবেন গুণী এই শিল্পী। বৈশাখী টিভির মিউজিক্যাল শো: ‘তিব্বত লাক্সারী সোপ গোল্ডেন সং’-এর এবারের পর্বে শোনা যাবে তার মনোরম পরিবেশনা। আগামীকাল সোমবার (১৫ নভেম্বর) রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

এটি উপস্থাপনায় রয়েছেন তাসনুভা মোহনা। প্রযোজনায় লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান সুজন।

আরিফুল ইসলাম মিঠু বলেন, ‘নিরবে এসেছি একদিন নিরবেই চলে যেতে চাই। এত ঢাকডোল পিটানোর প্রয়োজন কি? তাছাড়া আকাশে চাঁদ উঠলে সবাই তা দেখবেই। আমি এখনো হয়তো তেমন কেউ হতে পারিনি। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। মানুষের ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রাখবে আজীবন।’

আরআইজে