অমিতাভের নতুন মাস্ক দেখে হাসছে দুই নাতি-নাতনি
বলিউডের কিংবদন্তি অভিনেতা অভিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়েছিলেন গত জুলাইতে। শুধু তিনি একা নন পরিবারের আরো সদস্য তখন আক্রান্ত হয়েছিলেন মহামারি এই ভাইরাসে। পরে অবশ্য সবাই সুস্থতা লাভ করেন। করোনায় আক্রান্ত অমিতাভ ভাইরাসটির ভয়াভহতা ভালোভাবেই টের পেয়েছেন। তার তাই তো সব সময় অতি বেশি সতর্ক থাকছেন।
করোনা সতর্কতার অংশ হিসেবে ‘বিগ বি’ এবার পরেছেন ব্যাতিক্রমী এক মাস্ক। যা দেখে তাঁর দুই নাতি-নাতনি নভ্যা-অগস্ত্য হেসে কুটিকুটি। দাদুর মুখ থেকে কিছুতেই চোখ সরছে না তাদের।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভক্তদের ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে টুইটারে ছোট্ট একটি ভিভিও পোস্ট করেন বলিউডের জনপ্রিয় এই তারকা। সেই ভিডিওতেই কালো রঙের হাই-টেক মাস্কে মুখ ঢাকা অবস্থায় পাওয়া যায় তাঁকে।
ভিডিওর শুরুতে অমিতাভ ভক্তদের বলেন, ‘আমার হাতে আসা একটা নতুন জিনিসের সঙ্গ তোমাদের পরিচয় করাতে এলাম।’
বিজ্ঞাপন
এরপর তিনি বলেন, ‘আমার নতুন অধিগ্রহণের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই…গণতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি রিপাবলিক ডে টু অল’। সব শেষে হা হা.. করে হেসে নিজের ভিডিওটি শেষ করেন।
ওই পোস্টের কমেন্টের ঘরে বচ্চন কন্যা শ্বেতার মেয়ে নভ্যা লেখেন, ‘হাহাহাহা… দারুণ পছন্দ হয়েছে এটা’। নাতি অগস্ত্যও কমেন্ট সেকশনে হাসির ইমোজি যোগ করে। অভিনেত্রী শিল্পা শেঠি, মৌনী রায়ও এই পোস্টে ভালোবাসা প্রকাশ করেন। অমিতাভ ভক্তরাও নতুন এই মাস্ক দেখে বেশ পেয়েছেন।
উলেখ্য, ভিডিওতে দেখা যায় অভিমাতের ঠোঁট নড়ার সঙ্গে সঙ্গে মাস্কের আলোও জ্বলছে নিভছে। হাসির কথা বললে গোল হয়ে যাচ্ছে মাস্কের আলোর ঠোঁট, পরক্ষণেই হয়ে যাচ্ছে সোজা।
আরআইজে