দীপ্ত টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১’। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

মোট ১৪টি ক্যাটাগরিতে মনোনীত করা হয় দীপ্ত টিভির প্রচারিত ধারাবাহিক নাটক, বিদেশী ধারাবাহিক, নন ফিকশন শোর কালাকুশলীদের। ক্যাটাগরিগুলো হলো-আলোচিত ধারাবাহিক অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত ধারাবাহিক অভিনয়শিল্পী (নারী), আলোচিত ধারাবাহিক (শিশুশিল্পী), আলোচিত ধারাবাহিক পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত ধারাবাহিক পার্শ্ব অভিনয়শিল্পী (নারী), আলোচিত ধারাবাহিক খল অভিনয়শিল্পী, আলোচিত কণ্ঠাভিনয় শিল্পী (পুরুষ), আলোচিত কণ্ঠাভিনয় শিল্পী (নারী), আলোচিত পার্শ্ব কণ্ঠাভিনয় শিল্পী (পুরুষ), আলোচিত পার্শ্ব কণ্ঠাভিনয় শিল্পী (নারী), আলোচিত কণ্ঠাভিনয় শিল্পী (শিশু), আলোচিত খল কণ্ঠাভিনয় শিল্পী, আলোচিত নন ফিকশন শো, আলোচিত সংবাদিক। বিশেষ সম্মাননা প্রদান করা হয় টিভি ফিচার ফিল্ম সাহসিকা এবং থ্রিডি অ্যানিমেশন ফিল্ম ‘টুমরো’কে।

বিজয়ীদের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, লেখক ও সাংবাদিক আনিসুল হক, প্রখ্যাত আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়, অভিনয়শিল্পী জাহিদ হাসান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সিইও মো: কাজিম উদ্দিন, হক গ্রুপের ডিজিএম প্রবীর রায় চৌধুরী।

‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২১’ এর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শর্মিলা ব্যানার্জী পরিচালনায় নৃত্য নন্দন দল, ধারাবাহিক নাটক মান-অভিমানের অভিনয়শিল্পী, ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়রের অভিনয়শিল্পী, দীপ্ত কণ্ঠাভিনয় শিল্পী এবং ধারাবাহিক নাটক বকুলপুরের অভিনয়শিল্পী নাদিয়া। 

অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন ইমতু রাতিশ ও নীল হুরেজাহান। প্রযোজনায় মো: মাসুদ মিয়া।

আরআইজে