বলিউড অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। মুম্বাইয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুম্বাই সফরের দ্বিতীয় দিন বুধবার মমতা কবি-গীতিকার জাভেদ আখতারকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের বিশিষ্টজনদের বৈঠকে হাজির হন। 

ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহেশ ভাট, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, মেধা পাটকরের মতো ব্যক্তিরা। ছিলেন সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজনরাও।

অতি অবামপন্থীদের হাত থেকে দেশকে বাঁচাতে কী ভাবছেন- মহেশ ভাটের এ প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা বলেন, আপনার সঙ্গেও তো ষড়যন্ত্র করা হয়েছে। শাহরুখ খানও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আমরা পূর্ণশক্তি দিয়ে লড়ব। নাগরিক সমাজকেও এ বিষয়ে উদ্যোগী হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করে দিতে হবে। এটি আপনারাই পারেন।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরী থেকে শাহরুখের ছেলে আরিয়ান খানকে আটক করা হয়েছিল। এরপর জিজ্ঞাসাবাদ শেষে ৩ তারিখ তাকে গ্রেফতার দেখায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। প্রায় একমাস জেলে থাকার পর তিনি মুক্তি পান। এ নিয়েই বৈঠকে বোমা ফাটালেন মমতা।

আরএইচ