আবৃত্তিশিল্পী হাসান আরিফ আইসিইউতে
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী হাসান আরিফ হাসপাতালে ভর্তি। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি এখন রয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
গণমাধ্যমের কাছে তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি জানান, গত কয়েক দিন ধরে অসুস্থ হাসান আরিফ। তার মধ্যে করোনার উপসর্গ থাকায় পরীক্ষা করানো হয়। দু’দিন আগে রিপোর্ট আসে পজিটিভ। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
বিজ্ঞাপন
তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে বিধায় রাখা হয়েছে আইসিইউতে। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন গোলাম কুদ্দুছ।
উল্লেখ্য, হাসান আরিফ দীর্ঘ দিন ধরে কবিতা ও আবৃত্তি নিয়ে কাজ করে আসছেন। আবৃত্তিশিল্পী হিসেবে তার আলাদা সুনাম রয়েছে।
বিজ্ঞাপন
কেআই