ভারতের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। পেয়েছেন দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন মধুর। তিনি এ দেশের জামাই। অভিনেত্রী-গায়িকা রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছেন তিনি।

গত ৬ ডিসেম্বর ছিল সৃজিত-মিথিলার বিবাহবার্ষিকী। এ উপলক্ষে ঢাকায় এসেছেন সৃজিত। এদিকে চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ। সুযোগটা তাই হাতছাড়া করলেন না সৃজিত। ছুটে গেলেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গ্যালারিতে বসেই তিনি সাকিব-মুশফিকদের খেলা উপভোগ করছেন।

এরই ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন সৃজিত। জানালেন সাকিবের প্রতি তার অগাধ ভালোবাসার কথা। সেই সঙ্গে একটি ইচ্ছেও পোষণ করেছেন। সৃজিত বলেন, ‘সাকিবকে নিয়ে তোমাদের এখানে কেউ বায়োপিক করবে না? আমার না খুব ইচ্ছে আছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করব।’

এছাড়া বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমা বানাতে আগ্রহী সৃজিত। মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন এই ক্রিকেটার। সেই প্রেক্ষাপট পর্দায় তুলে আনতে চান নির্মাতা।

বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত খোঁজখবর রাখেন সৃজিত মুখার্জি। সাকিবকে নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমাদের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান’। মাঠে এসে তিনি বলেন, ‘সাকিব তিনটা শট মারল না, একদম মন ভরে গেল! আসাটা বৃথা যায়নি।’

সৃজিতের পর মিরপুরের মাঠে উপস্থিত হন তার ঘরণি মিথিলাও। দু’জনের একসঙ্গে গ্যালারিতে থেকে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন। ঢাকা পোস্টের কাছে মিথিলা বলেন, ‘আগেও বহুবার স্টেডিয়ামে গিয়ে বাংলাদেশের খেলা দেখেছি। তবে এবারই প্রথম টেস্ট খেলা দেখছি।’ 

কেআই/আরআইজে