ছেলের জন্মদিন রাঙালেন প্রসেনজিৎ
ছেলের জন্মদিন। বাবা কি ভুলতে পারেন? থাক না হাজারো কাজের ব্যস্ততা। ছেলে তৃষাণজিৎকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উপহার দিয়েছেন ফেলে আসা এক টুকরো ছেলেবেলা। বিভিন্ন মুহূর্তে বন্দি করা নানা ছবি দিয়ে। কখনও ফ্রেমবন্দি তিনি আর তৃষাণজিৎ। কখনও তাদের সঙ্গে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়।
কোলাজ পোস্টের পাশাপাশি বু্ম্বাদা ছেলের উদ্দেশ্যে সুন্দর বার্তাও লিখেছেন। আশীর্বাদ করেছেন ভালো মানুষ হয়ে ওঠার।
বিজ্ঞাপন
তিনি বেছে নিয়েছেন জন্মদিনের পুরনো ছবি। যে ছবিতে তৃষাণজিৎ ওরফে মিশুকের সামনে রাখা রকমারি কেক। একটি পুরো ফুটবলের আকারে বানানো। খেলাধুলোয় খুব মন মিশুকের। ফুটবল খেলোয়াড় লিওনেল মেসির ভক্ত সে। অপর একটি ছবি এ বছরের পূজার। সম্ভবত অষ্টমীর দিন বাবা-ছেলে সেজেছিলেন পাজামা-পাঞ্জাবিতে।
শুভ জন্মদিন মিশুক। On your special day, here's a throwback to some special moments. Always be the good soul that you are ❤️ Trishanjit Chatterjee
Posted by Prosenjit Chatterjee on Wednesday, January 5, 2022বিজ্ঞাপন
ইউরোপে পড়াশোনা করছে মিশুক। তাই বাবা-মায়ের সঙ্গে থাকা হয় না। তবে ছুটি পেলেই সে চলে আসে কলকাতায়। অন্যদিকে, প্রসেনজিৎ ব্যস্ত তার আগামী ছবি ‘আয় খুকু আয়’ নিয়ে। পর্দায় তার মেয়ের ভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। প্রস্থেটিক রূপটানের সাহায্যে ছয় রকম সাজে ছবিতে দেখা যাবে তাকে।
এইচকে