এক মাস আগেই আইনি বিয়ে সেড়েছেন ওম সাহানি ও মিমি দত্ত। একসঙ্গে থাকা শুরু করেছেন তখন থেকে। কিন্তু ছাদনাতলায় সাতপাঁকে না ঘুরলে বিয়ের আমেজটা যেন অপূর্ণ থেকে যায়। তাই সেই ইচ্ছেটাও পূরণ করলেন এই তারকা জুটি। কিন্তু বিয়ের অনুষ্ঠান ও রীতিতে ছিল ভিন্নতা। তাই কন্যাদান বা পিঁড়িঁতে চড়ে কনের প্রবেশের কোনো আয়োজন ছিল না সেখানে। 

বেনারসিতে বউ সাজে বিয়ের আসরে আসেন মিমি দ্ত্ত। তার গা ভর্তি সোনার গহনা। অন্যদিকে মাথায় টোপর পরে বর সাজে হাজির হন ওম। বৈদিক মতে বিয়ে করেছেন তারা। পুরোহিত ছিলেন নন্দিনী ভৌমিক। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মিমির সঙ্গে সিঁদুর পরলেন ওমও। 

গায়ে হলুদে ওম-মিমি

ওম-মিমির বিয়েতে যোগ দেন টলিউডের অনেক তারকা। উপস্থিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ রায়, রচনা ব্যানার্জি, নন্দিতা রায়, সন্দীপ্তা সেন, মানালি দে, অভিমন্যু মুখোপাধ্যায়, দেবপর্ণা চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা, চুমকি চৌধুরি, দেবযানী চট্টোপাধ্যায়সহ আরও অনেকেই। বিয়ের শেষে পরিবার, আত্মীয় ও বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন বর-কনে।

টিভি ও সিনেমার তারকাদের সঙ্গে ওম-মিমি

২০১১ -এ পরিচয় হয়েছিল ওম সাহানি ও মিমি দত্তের। রূপসী বাংলার ধারাবাহিক ‘আলোর বাসা’-এ কাজ করতে গিয়ে পরিচয় দুজনের। ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। ২০১৭ সালে ফের দেখা হয় তাদের। সময়ের সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম। 

এক মাস আগে বিয়ের রেজিস্ট্রেশনের পর ব্যাচলর পার্টি করেছেন দুজনে। বিয়ের অনুষ্ঠানের আগের সময়টা প্রস্তুতির জন্য ব্যায় করেছেন তারা। ডান্স চর্চা নিয়মিত চলছিল দুজনের। এছাড়া অনুষ্ঠানে কী কী থাকবে সেই পরিকল্পনায় ব্যস্ত ছিলেন তারা। 

রচনা ব্যানার্জির সঙ্গে ওম-মিমি

এ বছরের শুরুতে সামাজিক মাধ্যমে ওম লিখেছিলেন, ‘২০২০ সালে হাজারো মানসিক চাপ, উত্তেজনার মধ্যে কিছু পজিটিভ খবর রয়েছে। আর এটাই প্রমাণ করে যে ভালোবাসা বাতিল হয়ে যায়নি। ২০২১-এ আরো অ্যাডভেঞ্চারের অপেক্ষায় উল্লাস। মিস্টার ও মিসেস সাহানি।’

এমআরএম