বিজ্ঞাপন নির্মাতা হিসেবে এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ফাহাদ খান। ২০১৭ সালে ক্যারিয়ার শুরু করে এইমধ্যে প্রায় ৩০টি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন তিনি। মাঝে ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো ’শিরোনামে একটি নাটক নির্মাণ করেও প্রশংসা কুড়ান তিনি। যাতে অভিনয় করেন ইন্তেখাব দিনার, সাফা কবির প্রমুখ।

তরুণ এই নির্মাতা এবার নির্মাণ করলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দল সিলেট সিলেট সানরাইজার্সের থিম সংয়ের ভিডিও। যা এরইমধ্যে অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে। যাতে সিলেটের বিভিন্ন ঐতিহ্যবাহী দৃশ্যের পাশাপাশি দলটির খেলোয়াড়দের দেখানো হয়েছে।

ফাহাদ খান জানান, ৩ দিন ধরে ভিডিওটির শুটিং হয়েছে। এরমধ্যে একদিন কাজ হয়েছে সিলেটে। বাকি দুই দিন ঢাকায়। এর জন্য রাখা হয়েছে ব্যাপক আয়োজন।

ফাহাদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ক্রিকেট অনেক পছন্দ করি। এবার বিপিএলে সিলেট সানরাইজার্সের মালিক পক্ষ থেকে তাদের থিম সংয়ের ভিডিও বানানোর প্রস্তাবটি পাই। স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি ভালোভাবে কাজটি করতে। এখন পর্যন্ত কাজটি যারা উপভোগ করেছেন, ভালো বলেছেন।’

থিম সংটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতায়োজন করেছেন সামি মাহমুদ ও শাফি মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন নীলয় আহমেদ ও সামি মাহমুদ। র‍্যাপ করেছেন আর এ মামুন। মাঠে সিলেটের ম্যাচগুলোতে প্রতিদিন গানটি বাজানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এ বছর ছয়টি দল অংশ নিচ্ছে এই ঘরোয়া ক্রিকেট লিগে। সিলেট সানরাইজার্সের নেতৃত্বে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আরআইজে