১৫ বছর বয়স থেকে নেশা করতেন বলিউড তারকা রণবীর কাপুর। তার নেশার তালিকায় মদও রয়েছে। মাঝে মাঝে খুব বেশি মদ্যপান করে ফেলেন বলে জানিয়েছিলেন রণবীর।

তার কথায়, ‘কিন্তু আমার পরিবারের সদস্যদের ক্ষেত্রে দেখেছি, তাদের জীবনে এই মদ কুপ্রভাব ফেলেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যখন আমার শ্যুটিং চলবে, মদ ছুঁয়েও দেখব না। যখন কাজ থাকবে না, অবসরে মদ্যপান করব।’

কলেজ জীবনে বন্ধুদের পাল্লায় পড়ে মাদকে আসক্তি তৈরি হয় ঋষি-পুত্রের। নানা ধরনের মাদক সেবন করেছেন তিনি। শরীরের ক্ষতি হয়েছে। মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়েছে। কিন্তু তিনি আজ আর মাদক ছুঁয়ে দেখেন না। কী ভাবে নেশা ছেড়ে বেরিয়ে এলেন রণবীর?

সঞ্জয় দত্তের জীবনীচিত্র ‘সঞ্জু’-তে অভিনয় করার সময়ে ২০১৮ সালে নিজের মাদকাসক্তি নিয়ে কথা বলেন এই বলি তারকা।

তিনি জানান, ‘কলেজের পর ধীরে ধীরে মাদকের ক্ষতি সম্পর্কে ধারণা তৈরি হতে শুরু করে। অনেক দিনের চেষ্টায় মাদক ছেড়ে দেন রণবীর।

রণবীরের কথায়, ‘এখন আমি অন্য নেশায়। তামাক। সিগারেট। যেটা আরও ক্ষতিকর। কিন্তু সেটা এখনও ছাড়তে পারিনি।’ সিগারেটের পাশাপাশি মিষ্টির প্রতিও প্রবল আসক্তি এই অভিনেতার।

সূত্র : আনন্দ বাজার