আগামী ৩ জুন মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন ছবি ‘পৃথ্বীরাজ’। তার প্রচারেই নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। এর মাঝেই আবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের টুইট দেখে সেখানকার অঙ্গনওয়াড়ির শিশুদের পাশে দাঁড়ালেন। অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য কোটি টাকা দান করছেন বলিউডের খিলাড়ি। পাশাপাশি ৫০ দুঃস্থ শিশুকে দত্তকও নিচ্ছেন।

অক্ষয়ের এই দানের কথা ঘোষণা করেন খোদ শিবরাজ চৌহান। কিছুদিন আগেই টুইটারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অঙ্গনওয়াড়ির শিশুদের উন্নয়নের জন্য অর্থ প্রয়োজন। সেই অর্থ সংগ্রহের জন্য রাস্তায় হাঁটবেন তিনি। শিবরাজের সেই টুইটের প্রতিক্রিয়া দিতে গিয়ে অক্ষয় কুমার জানান, তিনি এই দুঃস্থ এবং অসহায় শিশুদের জন্য কিছু করতে চান।

এরপর আবার ভিডিও শেয়ার করে শিবরাজ সিং জানান, মধ্যপ্রদেশের অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য এক কোটি টাকা দান করার আশ্বাস দিয়েছেন অক্ষয়। পাশাপাশি অঙ্গনওয়াড়ির ৫০ দুঃস্থ শিশুকে দত্তক নিচ্ছেন তিনি।

এই সাহায্যের জন্য অক্ষয়কে ধন্যবাদ জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার টুইটের জবাবে হাত জোড় করা ইমোজি টুইট করেন অক্ষয়।

উল্লেখ্য, ‘পৃথ্বীরাজ’ ছবিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়। তার বিপরীতে সংযুক্তার ভূমিকায় অভিনয় করছেন মানুষী চিল্লার। আগামী ৩ জুন ছবির মুক্তির আগেই ১ জুন ছবির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জন্য।

এমএইচএস