ক্যারিয়ার নাকি মাতৃত্ব কোনটাকে প্রাধান্য দেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের চার বছর পর কন্যা মালতী মেরির জন্ম হয়। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়াতে ‘রেডিমেড’ বাচ্চা বলেও কটাক্ষ করা হয় প্রিয়াঙ্কা-কন্যাকে। মা হিসেবে যা খুবই ব্যথিত করে অভিনেত্রীকে।

সম্প্রতি ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা খোলাখুলি জানালেন কেন তিনি ও তার স্বামী নিক তাদের একমাত্র মেয়ে মালতী মেরিকে পৃথিবীতে আনতে সারোগেসির সাহায্য নিয়েছিলেন। তিনি বলেন, ‘আমার কিছু শারীরিক জটিলতা ছিল। এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ ছিল। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন একটা পজিশনে আছি যেখানে এটা করা সম্ভব।’

এদিন নিজেদের সারোগেট সম্পর্কেও মুখ খোলেন প্রিয়াঙ্কা। তার কথায়, ‘আমাদের সারোগেট খুব উদার ছিল। তিনি দয়ালু, সুন্দর এবং মজার। এবং ছয় মাস ধরে আমাদের জন্য এই মূল্যবান উপহারের যত্ন নিয়েছিলেন।’

মেয়েকে নিয়ে কটাক্ষের প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কার জবাব, ‘আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না যে আমি কীসের মধ্য দিয়ে গিয়েছিলাম। এবং শুধুমাত্র যেহেতু আমি আমার বা আমার মেয়ের মেডিকেল হিস্ট্রি লোকের সামনে আনতে চাই না, তারমানে এই না সবার তা নিয়ে কথা বলার অধিকার রয়েছে। আমাকে নিয়ে বলা কথার জন্য আমি একটি কঠিন আড়াল তৈরি করেছি। কিন্তু আমার মেয়েকে নিয়ে কথা ওঠা কথা খুবই বেদনাদায়ক। ওকে এসবের থেকে দূরে রাখুন। আমি জানি ওর ছোট্ট হাতগুলো ধরে থাকতে কেমন লেগেছিল যখন ওর হাতের শিরা খোঁজার চেষ্টা চলছিল। তাই সে অন্তত গসিপের অংশ হবে না।’

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রিয়াঙ্কা মার্কিন পপতারকা নিক জোনাসকে বিয়ে করেছিলেন। গত বছর জানুয়ারিতে প্রিয়াঙ্কার কোল আলো করে এসেছে মালতী। নির্ধারিত সময়ের অন্তত ৩ মাস আগেই জন্ম হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়ের। ৩ মাস ধরে তাকে রাখা হয়েছিল লস অ্যাঞ্জেলসের লা জোলার রেডি চিলড্রেন হাসপাতালের নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে।