অপমানে নীল নিতিনের কাণ্ড, দর্শকের সামনেই শাহরুখকে ধমক
নীল নিতিন মুকেশ (বাঁয়ে) ও শাহরুখ খান (ডানে) (ছবি : সংগৃহীত)
এক সময়কার জনপ্রিয় গায়ক মুকেশের নাতি তিনি। শিশুশিল্পী হিসাবে ‘বিজয়’ সিনেমায় কাজ করার পরে ২০০৭ সালে বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন নীল নিতিন মুকেশ। এরপর ‘নিউ ইয়র্ক’, ‘প্লেয়ার্স’, ‘ওয়াজির’, ‘সাহো’র মতো সিনেমায় কাজ করেছেন তিনি।
সিনেমার পর্দায় তো বটেই, পর্দার নেপথ্যে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা গেছে এই বলিউড অভিনেতাকে। এমনই এক অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন সাইফ আলী খানও। সেই অনুষ্ঠানেই শাহরুখের এক প্রশ্ন শুনে অপমানিত হন নীল নিতিন। সেসময় বেজায় চটে যান তিনি। এমনকি, রাগের মাথায় বাদশাকে ‘ধমক’ দিতেও পিছপা হননি অভিনেতা।
বিজ্ঞাপন
প্রায় ১০ বছর আগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিতিনকে তার নাম নিয়ে প্রশ্ন করেন শাহরুখ। বলিউড বাদশা তাকে জিজ্ঞাসা করেন, তার নাম তো নীল নিতিন মুকেশ... এই গোটা নামে পদবিটা কোথায়?
শাহরুখের এই প্রশ্ন শুনে রীতিমতো রেগে আগুন নীল নিতিন। জবাবে তিনি বলেন, খুব ভাল প্রশ্ন স্যার! এই বিষয়ে আমি কি কিছু বলতে পারি?
বিজ্ঞাপন
শাহরুখ তাতে সায় দিলে নীল নিতিন বলেন, আমার মনে হচ্ছে, এভাবে আসলে আমাকে অপমান করা হচ্ছে। এটা ঠিক নয়। আপনি মনে হয় খেয়াল করেননি, আমার বাবা পাশেই বসে আছেন। আমার মনে হয়, আপনার চুপ করা উচিত।
নীল নিতিনের এমন জবাব শুনে কিছুটা বিচলিত হন শাহরুখ। এরপর আর কথা না বাড়িয়ে অন্য বিষয়ে মনোযোগ দেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ১০ বছর আগেকার এই ঘটনা নিয়ে মুখ খোলেন নীল নিতিন। তিনি বলেন, ওই পুরো ঘটনাটা কি স্ক্রিপ্টেড ছিল! সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে আমি এটা জানি যে, পুরো বিষয়টা মজা করার কথা ভেবে, হালকা মেজাজে করা হয়েছিল। শাহরুখও জানতেন, তিনি মজা করছেন আমার সঙ্গে। তিনি এটাও জানেন যে, আমি সেই তালে তাল মিলিয়েই উত্তর দিয়েছিলাম।
এমনকি, নীল নিতিনের দাবি, ওই মুহূর্তের আগে এ নিয়ে শাহরুখের সঙ্গে কথাও হয়েছিল তার।
কেএ