ভিকি ও ভূমি

বলিউডে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত অনেক তারকার কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে। এবার জানা গেল এই মহামারির কবলে পড়েছেন অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ভূমি পেডনেকার। 

শশাঙ্ক খায়তান পরিচালিত ‘মিস্টার লেলে’-এর শুটিং করছিলেন ভূমি এবং ভিকি। তখনই দুজনের করোনা ধরা পড়ে।

ভূমি নিজেই তার পজিটিভ রিপোর্টের খবর প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘‌‌‌‌‌‌আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সামান্য কিছু লক্ষণ ছিল। তবে এখন আমি নিজেকে আইসোলেট রেখেছি। ডাক্তারদের সকল পরামর্শ পালন করছি।’

বলিউডের এই তারকা আরও জানান, তার সংস্পর্শে গত কয়েকদিন যারা এসেছেন তারা যেন সাবধানে থাকেন। এছাড়া অনুরোধ করেন সবাই যেন শিগগিরই করোনা টেস্ট করান।

ভিকি ও ভূমি

তিনি আরও বলেন, ‘আপনারা দয়া করে বর্তমান পরিস্থিতি হালকাভাবে নেবেন না। সকল করোনা সতর্কতা বিধি পালন করার পরও আমি আক্রান্ত হয়েছি। আপনারা সব সময় মাস্ক ব্যবহার করুন, হাত স্যানিটাইজ করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন।’ 

অন্যদিকে সামাজিক মাধ্যমে ভিকি তার করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন। তিনি লেখেন, ‘অনেক সাবধানতা অবলম্বন করার পরেও আমি করোনা আক্রান্ত হয়েছি। বর্তমানে ঘরবন্দি আছি। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন।’

ভূমির মতো ভিকিও জানান, গত কয়েকদিন তার সংস্পর্শে যারা এসেছিলেন, তারা সবাই যেন করোনা পরীক্ষা করান।

এমআরএম