করোনা পরিস্থিতির অবসান হলেই ‘রাধে’ সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। ৭ এপ্রিল (বুধবার) সালমান খান এ খবর জানান। বর্তমানে করোনা মহামারির কারণে মহারাষ্ট্র অঙ্গরাজ্য লকডাউনের মতো পরিস্থিতি বিরাজ করছে। সংক্রমণ বাড়তে থাকলে নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হবে না। যা চলতি বছরের ১৩ মে পর্যন্ত পিছিয়ে যেতে পারে। 

‘রাধে’ পরিচালনা করেছেন প্রভুদেবা। এর প্রযোজনায় রয়েছে সালমান খান, সোহেল খান ও অতুল অগ্নিহোত্রি। এতে সালমান খানের বিপরীতে অভিনেত্রী দিশা পাটানিকে দেখা যাবে। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, জ্যাকি শ্রফসহ অনেকে।

কবির বেদীর অনুষ্ঠান ‘স্টোরিজ আই মাস্ট টেল’-এর এক পর্যায়ে ‘রাধে’ সিনেমা সম্পর্কে প্রশ্ন করা হলে সালমান খান উত্তর দেন, ‘এবারের ঈদে সিনেমাটি মুক্তি দিতে আমরা খুব ভালোভাবে চেষ্টা করে যাচ্ছি। তবে লকডাউনের মতো পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সিনেমার মুক্তি যথাসময়ে হবে না। সেটি আগামী ঈদ (ঈদুল আযহা) পর্যন্ত পিছিয়ে যেতে পারে।’ 

তিনি আরও বলেন, ‘যদি করোনা সংক্রমণ কমে যেতে শুরু করে এবং দর্শকরা নিজেদের ব্যাপারে যত্নবান হন তাহলেই সিনেমাটি এবারের ঈদে মুক্তি দেওয়া সম্ভব হবে। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’ 

সবার শেষে সালমান বলেন, ‘আল্লাহর রহমতে সিনেমা ভালোভাবে তৈরি হয়েছে। মুক্তি পেলে ব্যাপক দর্শকপ্রিয়তা পাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো করোনা মহামারি শূন্যের কোঠায় আনার জন্য সবাই সাহায্য করতে হবে।’ 

উল্লেখ্য, ‘রাধে- ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছাড়া বলিউডে অনেক সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছে। চলতি বছরের ৫ এপ্রিল করোনা পরিস্থিতির জন্য সিনেমা হলগুলো কিছুদিন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। সে কারণে ‘সূ‌‌র্যবংশী’সহ একাধিক বলিউড সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। 

এইচএকে/এমআরএম