ভারতে দক্ষিণী মডেল ও অভিনেত্রী রাইজা উইলসন। নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছুদিন আগে চর্মরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু এতেই বিপাকে পড়লেন তিনি। 

চিকিৎসা করতে গিয়ে চোখের নিচে কালো কালো দাগ পড়েছে এবং মুখ ফুলে গিয়েছে রাইজার। এই ঘটনার পর তিনি সামাজিক মাধ্যমে চর্মরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অভিনেত্রীর অভিযোগ তাকে অপ্রয়োজনীয় পরিচর্যার জন্য বাধ্য করা হয়েছিল। 

রাইজা উইলসন জানান, চর্মরোগ বিশেষজ্ঞের নাম ডা. ভৈরবী। তার কাছে সেন্থিলে নামে এক সাধারণ ফেসিয়াল ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। কিন্তু চিকিৎসক তাকে কিছু ট্রিটমেন্ট করতে বাধ্য করেন। যার ফলাফল হয়েছে উল্টো।

রাইজা উইলসন

এমন ঘটনার রাইজা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন সমাধানের জন্য। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞ অভিনেত্রীর সঙ্গে কথা বলতে চাননি। 

রাইজা আরও জানিয়েছেন, ঘটনাটি প্রকাশের পর তার অনেক অনুরাগীদের অনেকে ওই চিকিৎসকের হাতে প্রতারিত হওয়ার কথা জানিয়েছেন। এমনটা শুনে আরও অবাক হন তিনি। 

উল্লেখ্য, রাইজা উইলসন ‘ভেলাইল্লা পাট্টাধারি ২’ দিয়ে ২০১৭ ক্যারিয়ার শুরু তার। সিনেমায় তাকে কাজল আগারওয়ালার ব্যক্তিগত সহকারী চরিত্রে অভিনয় করেন। 

এরপর ‌‘প্যারা প্রেমা কাধাল’ সিনেমায় অভিনয় দিয়ে আলোচনায় আসেন রাইজা। এজন্য সেরা নবাগতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান। এছাড়া তামিল বিগ বসে জনপ্রিয় অভিনেত্রী নির্বাচিত হন এই তামিল তারকা।

এমআরএম