অভিনয় দিয়ে ‘বলিউড কুইন’ খ্যাতি পেয়েছিলেন কঙ্গনা রানাউত। তার সফলতার প্রশংসা ও শ্রদ্ধাও করেন ভক্তরা। কিন্তু দিন দিন তার আচরণে বিরক্ত সবাই। ইন্ডাস্ট্রিতে তার সহকর্মীদের থেকে দর্শকদের কাছে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে।

সম্প্রতি ভারতের দুই খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার জানালেন, কঙ্গনার সঙ্গে আর কাজ করবেন না। তারা অভিনেত্রীর সঙ্গে সামনের কাজগুলো বাতিল ঘোষণা করেছেন। শুধু তাই নয়, এর আগে যা কাজ করেছেন কঙ্গনার সঙ্গে, তাও সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার কথা জানালেন আনন্দ ভূষণ এবং রিমঝিম ডাদু।

সামাজিক মাধ্যমে দুই ফ্যাশন ডিজাইনারের পোস্ট

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে বিতর্কের মুখে পড়েছেন কঙ্গনা। মমতা বন্দ্যোপা‌ধ্যায়কে রাবণের সঙ্গে তুলনা করা থেকে শুরু করে বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন তিনি। এমনকি এ রাজ্যে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানান কেন্দ্রীয় সরকারের কাছে। 

কঙ্গনার এমন মন্তব্যের জন্য পদক্ষেপ নিয়েছে টুইটার কর্তৃপক্ষও। অভিনেত্রীর অ্যাকাউন্ট স্থগিত করেছে তারা। টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। 

এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে আনন্দ লিখেছেন, ‘আজকের সব ঘটনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কোনও ভাবেই উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করব না’। রিমঝিম লিখেছেন, ‘ঠিক কাজ করার নির্দিষ্ট সময় হয় না’।

এমআরএম