বকেয়া বেতন চাওয়ায় ড্রাইভারকে জখম করলেন বলিউড পরিচালক
বকেয়া পারিশ্রমিক চাইতে গিয়ে বলিউড পরিচালকের আক্রমণের শিকার হয়েছেন এক গাড়িচালক। এ ঘটনায় মনিশ গুপ্তা নামের সেই পরিচালকের নামে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ভারসোভা এলাকায় সেই পরিচালক ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারেন ওই গাড়িচালককে।
ভারতীয় গণমাধ্যমের খবর, ভারসোভার আবাসনের সামনেই ঘটে এ ঘটনা। ওই আবাসনেই থাকতেন বলিউড পরিচালক তথা গল্পকার মনিশ গুপ্তা। অভিযোগ, ৩৮ বছর বয়সি রাজিবুল ইসলাম লস্কর বিগত তিন বছর ধরে পরিচালকের গাড়ি চালাচ্ছেন। মাসিক ২৩ হাজার রুপি করে বেতন নিতেন। কিন্তু সমস্যার সূত্রপাত দেরি করে পারিশ্রমিক দেওয়া নিয়ে।
বিজ্ঞাপন
থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে লস্কর জানান, মে মাসে মনিশ গুপ্তা তাকে এক টাকাও পারিশ্রমিক দেননি। উপরন্তু গত ৩০ মে বিনা নোটিশে তাকে চাকরিচ্যুতও করেন। এরপর সেই ড্রাইভার পরিচালকের কাছে ফোণ করে বকেয়া বেতন চান। সে সময়ে পরিচালক তাকে জানান, কাজে যোগ দিলে তবেই বাকি টাকা দেওয়া হবে। এ কথা বিশ্বাস করে, পরদিন ৪ জুন থেকেই কাজে ফেরেন গাড়িচালক। এরপরও পারিশ্রমিক দেওয়া হয়নি তাকে। পরদিন ৫ জুন, রাত সাড়ে আটটা নাগাদ মনিশের অফিসে গিয়ে বকেয়া টাকা চান লস্কর। আর ঠিক সেইসময়েই মেজাজ হারিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন পরিচালক। কিচেন থেকে ছুরি নিয়ে এসে এলোপাথারিভাবে চালকের ডান কাঁধে কোপ দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রাথমিক চিকিৎসার পর ভারসোভা থানায় গিয়ে পরিচালক মনিশ গুপ্তার নামে এফআইআর দায়ের করেন ভুক্তভোগী সেই চালক। তার ভিত্তিতেই বলিউড পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
মনিশ গুপ্তা ‘দ্য স্টোনম্যান মার্ডারস’, ‘৪২০ আইপিসি’র মতো ছবি পরিচালনা করেছেন তিনি। ২০২৩ সালে রবিনা ট্যান্ডন এবং মিলিন্দ সোমানকে নিয়ে ‘ওয়ান ফ্রাইডে নাইট’ পরিচালনা করেছিলেন তিনি। এছাড়াও রাম গোপাল ভার্মার ছবির চিত্রনাট্য লিখেছেন মনিশ। ‘সরকার’ ছবির গল্পও লিখেছিলেন তিনি।
ডিএ