‘আলিয়ার কাছ থেকে করণ জোহরকে চুরি করতে চাই’
অভিনেত্রী আলিয়া ভাটের বলিউডে যাত্রা শুরু ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে। এরপর ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র মতো ছবিতে নজরকাড়া অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেত্রী। তবে বহুবারই আলোচনায় এসেছে একটি প্রশ্ন—এই উত্থানের নেপথ্যে বলি পরিচালক করণ জোহরের ভূমিকা কতটা!
এই বিতর্ক নতুন নয়। এর আগেও ঐশ্বরিয়া রাই থেকে সোনাক্ষী সিনহা—বহু বলিউড তারকাই প্রকাশ্যে স্বীকার করেছেন, আলিয়ার ক্যারিয়ারে বড় অবদান রয়েছে করণের। এবার একই প্রসঙ্গে ব্যতিক্রমী মন্তব্য করলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়ামিকা বলেন, ‘আমার যদি আলিয়ার থেকে কিছু চুরি করতে হয়, আমি করণ জোহরকে চুরি করব। তার মতো একজন সমর্থক জীবনে থাকাটা খুব দরকার, যিনি সব সময় পাশে থাকবেন। করণ আলিয়ার জীবনে সেই রকমই একজন মানুষ।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে শুধু করণ নন, ওয়ামিকা আরও জানান—তিনি অনন্যা পাণ্ডের ত্বক, কৃতি শ্যাননের উচ্চতা, কীর্তি সুরেশের নম্রতা, বরুণ ধাওয়ানের এনার্জি এবং শাহরুখ খানের স্টারডমও চুরি করতে চান। যদিও সবটাই নিছক মজার ছলেই বলেছেন অভিনেত্রী।
ওয়ামিকার এই বক্তব্য নিয়ে যদিও মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ কেউ ঐশ্বরিয়া রাইয়ের পুরোনো মন্তব্য মনে করিয়ে দিয়েছেন, আবার অনেকে ওয়ামিকাকে সাহসী বলেও প্রশংসা করেছেন। তবে কেউ কেউ মনে করছেন, আলিয়া এই মন্তব্য একেবারে সহজভাবে নেবেন না।
অন্যদিকে আলিয়ার সমর্থকরাও চুপ থাকেননি। তাদের মতে, করণ জোহর না থাকলেও আলিয়া বলিউডে আসতেন। কারণ পরিচালক মহেশ ভাটের কন্যা সে।
ডিএ