ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেদ্র সিং ধনীকে নিয়ে তৈরি বায়োপিক ‘দ্য আনটোল্ড স্টোরি’র কথা এখনো ক্রিকেট ভক্তদের মুখে মুখে। প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত সিনেমাটি দারুণ ব্যবসাসফলও হয়। আবারও ক্রিকেট অঙ্গনের বায়োপিক নির্মিত হচ্ছে ভারতে।

এবারের বায়োপিকটি নির্মিত হচ্ছে ভারতের সর্বকালের অন্যতম সেরা নারী ক্রিকেটার মিতালির রাজের জীবন নিয়ে। ‘সাবাশ মিঠু’ নামের সিনেমাটি পরিচালনা করবেন টলিউডের তারকা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর এই সিনেমায় মিতালির চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু।

বায়োপিকটির কাজ অবশ্য বছর দেড়েক ধরেই চলছিল। গত এপ্রিলে শুরু হয়েছিল শুটিং। কিন্তু মাঝপথে সিনেমাটি পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন পরিচালক রাহুল ঢোলাকিয়া। নতুন শিডিউলের সঙ্গে তাল মেলাতে না পেরেই সিনেমাটি ছেড়ে দিতে বাধ্য হন ‘রইস’, ‘পারজানিয়া’ সিনেমার পরিচালক রাহুল। তার জায়গাতেই যুক্ত হলেন সৃজিত।

কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সৃজিত জানান, মিতালির জীবন বরাবরই তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সেই কারণেই বায়োপিকটি পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত রোমাঞ্চিত।

তার কথায়, ‘প্রথম থেকেই সিনেমাটি নিয়ে আমি উত্তেজিত ছিলাম। আর এখন আমি এর একটা অংশ। এই উদ্দীপনায় মাখা গল্পটি শিগগিরই রুপালি পর্দায় আনতে দ্রুত কাজ শুরু করার অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মিতালি মহিলাদের একদিনের ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে ৭ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন। তিনিই নারী ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার মোট রান ১০ হাজারের ওপরে। এবার এই তারকা ক্রিকেটারের বাইশ গজের জার্নিই পর্দায় দেখার অপেক্ষায় কোটি ভক্ত।

আরআইজে