বলিউডের চাকচিক্যের খবর বাইরে থেকে যতটা দেখা যায় ভেতরের চিত্রটা কিন্তু অনেকটাই ভিন্ন। পরিবারতন্ত্র, অভ্যন্তরীণ রাজনীতি, প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র আধিপত্য ইন্ডাস্ট্রির বাইরের কারও জন্য অনেক বড় বাধা। সেই জায়গা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা যেন এক যুদ্ধ। 

তেমন এক কোণঠাসা অবস্থায় বলিউডে অনিয়মিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কান পাতলে এমনই গুঞ্জন শোনা যায়। এক সুপারস্টারের সঙ্গে তার ঘনিষ্ঠতা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল অভিনেত্রীর ক্যারিয়ারে। অনেকটা বাধ্য হয়েই হলিউডে পাড়ি দিয়েছিলেন এই তারকা। 

হলিউডে প্রিয়াঙ্কা নিজের পরিচিতি গড়ে তুলেছেন। নিক জোনাসকে বিয়ে করেছেন। মার্কিন মুলুকই এখন তার স্থায়ী ঠিকানা। 

অভিনয়ের পাশাপাশি এখন প্রযোজনাতেও নিয়মিত প্রিয়াঙ্কা চোপড়া। আর এজন্য তাকে ইন্ডাস্ট্রির রাজনীতির সঙ্গেও জড়াতে হচ্ছে না। তার বড় কারণ ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে নতুনরাও স্বাধীনভাবে কাজের সুযোগ পাচ্ছেন। 

সম্প্রতি যক্তরাষ্ট্রে এক ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের উদ্বোধনে প্রিয়াঙ্কা বলেছেন, ‘ইন্ডাস্ট্রির রাজত্ব ভেঙে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। হিন্দি সিনেমা বা সিরিজকে ফর্মুলার বাইরে ভাবতে বাধ্য করেছে। ভারতীয় ওটিটির ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ সময়।’

অনুরাগীদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কার বার্তা, এই প্ল্যাটফর্মগুলোকে যেন সাদরে গ্রহণ করা হয়। আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়াতেও নিজের সংকল্পের কথা বলেছেন এই বলিউড তারকা। 

এমআরএম