বহুল আলোচিত সিনেমা ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে এই ছবিকে কেন্দ্র করে সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়ে পড়েন বলিউডের ‘এনার্জিটিক’ তারকা রণবীর সিং। গোয়ায় অনুষ্ঠিত ‘ইফি ২০২৫’ (IFFI 2025)-এর মঞ্চে কান্তারা ছবির অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠির অভিনয় নকল করতে গিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি। 

তবে এই কঠিন সময়ে রণবীরের পাশে দাঁড়িয়েছেন ছবিটিতে রাজা কুলশেখরের ভূমিকায় অভিনয় করা অভিনেতা গুলশান দেবাইয়া। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইফি ২০২৫-এর মঞ্চে ঋষভ শেঠির উপস্থিতিতেই কান্তারা ছবির সেই আইকনিক ‘দৈব’ অবতারের অভিনয় নকল করেন রণবীর। 

কথা প্রসঙ্গে পবিত্র ‘দৈব’ সত্তাকে ভুলবশত ‘ভূত’ বলে সম্বোধন করেন তিনি। রণবীর বলেন, ‘আমি কান্তারা চ্যাপ্টার ১ দেখেছি। ঋষভ, আপনার অভিনয় অসাধারণ ছিল, বিশেষ করে যখন সেই নারী ভূত (চামুন্ডি দৈব) আপনার শরীরে প্রবেশ করে।’

ঋষভ শেঠি তাকে এমনটি করতে বারণ করলেও রণবীর রসিকতা চালিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই একে ‘অসংবেদনশীল’ এবং ‘সংস্কৃতির প্রতি অসম্মান’ বলে অভিহিত করেন। যদিও বিতর্ক বাড়ার পরপরই রণবীর সিং তার এই আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন এবং জানান, তিনি কেবল একজন অভিনেতার প্রতি মুগ্ধতা থেকেই এটি করেছিলেন, কাউকে ছোট করার উদ্দেশ্য তার ছিল না।

গুলশানের সমর্থন সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন গুলশান দেবাইয়া। তিনি বলেন, ‘মানুষ যখন খুব বেশি উত্তেজিত হয়ে যায়, তখন অনেক সময় ভুল করে বসে। রণবীরের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। কিন্তু যেহেতু ও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তাই আমাদের উচিত সব ভুলে সামনে এগিয়ে যাওয়া।’

তার কথায়, ‘ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো আমাকে খুব একটা প্রভাবিত করে না। তবে কেউ যদি এতে অপমানিত বোধ করেন, তাদের উদ্দেশে আমি বলব রণবীর ক্ষমা চেয়ে নিয়েছেন। একজন মানুষ যখন তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তখন অন্য পক্ষের উচিত বিষয়টি সেখানেই মিটিয়ে ফেলা।’

এমআইকে