২০২৫ সাল শেষ হতে চললেও বলিউড পাড়ার সবচেয়ে আলোচিত গুঞ্জন যেন কিছুতেই থামছে না। বছরের শুরু থেকে অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। দীর্ঘ নীরবতা ভেঙে এবার স্বামীর পরকীয়া ও ঘর ভাঙার ষড়যন্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সুনীতা আহুজা। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কষ্টের কথা অকপটে স্বীকার করেছেন সুনীতা। 

তিনি জানান, ফেলে আসা এই বছরটি তার জীবনের অন্যতম কঠিন সময় ছিল। সুনীতার কথায়, ‘এই বছরটা আমার জন্য একেবারেই ভালো কাটেনি। সারা বছর শুধু গোবিন্দর পরকীয়া নিয়ে নানা আজেবাজে আলোচনা শুনেছি। তবে আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি, গোবিন্দা যার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন তিনি কোনো অভিনেত্রী নন।’

সেই রহস্যময়ী নারীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সুনীতা আরও বলেন, ‘তিনি ইন্ডাস্ট্রির বাইরের একজন মানুষ। তিনি গোবিন্দকে ভালোবাসেন না, ভালোবাসেন কেবল তার টাকাকে। আমি চাই না ২০২৬ সালটাও আমাদের বিচ্ছেদ গুঞ্জনে কাটুক। নতুন বছরে আমাদের জীবনে ভালো কিছু আসুক এটাই প্রার্থনা।’

সুনীতা ও গোবিন্দর বিচ্ছেদ নিয়ে জল্পনা আরও তুঙ্গে ওঠে সুনীতার করা একটি সাম্প্রতিক ভ্লগকে কেন্দ্র করে। নিজের প্রিয় জায়গা মহালক্ষ্মী মন্দিরে পুজো দিতে গিয়ে ক্যামেরার সামনে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। 

শৈশবের স্মৃতি রোমন্থন করে আবেগপ্লুত কণ্ঠে সুনীতা বলেন, ‘ছোটবেলা থেকেই এই মন্দিরে আসছি। যখন গোবিন্দার সঙ্গে প্রথম দেখা হয়, তখনও মায়ের কাছে এসেছিলাম যাতে তার সঙ্গে আমার বিয়ে হয়। মা সেদিন আমার ডাক শুনেছিলেন।’

সুনীতার ভাষ্যে, ‘জীবনে সবকিছু নিজের চাওয়া মতো হয় না। তবে মায়ের ওপর আমার অগাধ ভরসা আছে। আমি জানি, যে আমার ঘর ভাঙার চেষ্টা করছে, সে কোনোদিন সুখে থাকবে না।’

এমআইকে