যুবতীর শ্লীলতাহানির অভিযোগে অভিনেতা গ্রেপ্তার
ভারতের টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা প্রাচীন চৌহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক যুবতীর শ্লীলতাহানি করেছেন। শনিবার (৩ জুলাই) নিজের বাড়ি থেকে প্রাচীনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।
জানা গেছে, অপ্রকৃতস্থ অবস্থায় ২২ বছরের এক যুবতীর শ্লীলতাহানি করেন প্রাচীন চৌহান। এরপর ঐ নারী থানায় অভিযোগ দায়ের করেন। ৩৫৪ দণ্ডবিধির সেই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, হিন্দি সিরিয়ালে বেশ জনপ্রিয় অভিনেতা প্রাচীন চৌহান। তিনি ২০০১ সাল থেকে ধারবাহিকে অভিনয় করে আসছেন। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন একতা কাপুর প্রযোজিত ‘কাসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালে সুব্রত বসুর ভূমিকায় অভিনয় করে।
প্রাচীন চৌহান অভিনীত জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে আরও রয়েছে-‘কিউ হোতা হে পেয়ার’, ‘সাত ফেরে : সালোনি কা সাফার’, ‘ছোটি বহু’, ‘ইয়ে হ্যায় আশিকি’ ও ‘লাল ইশক’ ইত্যাদি। বর্তমানে প্রাচীন অভিনয় করছেন ‘শাদি মুবারাক’ সিরিয়ালে।
বিজ্ঞাপন
কেআই/আরআইজে