অমিতাভের কণ্ঠে বাবার লেখা কবিতা, নিলামে দর উঠল ৩.১ কোটি!
কয়েক মাস আগেই নিলামের ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী নিলামে উঠল অমিতাভ বচ্চনের খুব প্রিয়, খুব আপন কিছু জিনিস। তিনি নিজের ছবির সই করা ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা (মধুশালা) নিলামে তুলেছেন।
সোমবার (১ নভেম্বর) অনুষ্ঠিত এ এনএফটি (নন-ফাঞ্জিবল রিটার্নস) নিলামে অমিতাভের পাঠ করা কবিতার কালেকশন এবং স্বাক্ষর করা ছবির পোস্টারের দর উঠল ৩.৮ কোটি টাকা। বিয়ন্ডলাইফ ডট ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এ এনএফটি অকশন।
বিজ্ঞাপন
আগস্ট মাসেই সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল নিজের নন-ফাঞ্জিবল রিটার্নসের সম্ভার এ প্লাটফর্মের মাধ্যমে নিলাম করবেন বিগ বি। এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল যা ব্লকচেন নামের ডিজিটাল লেজার জমা থাকে। এগুলো মূলত ডিজিটাল ফাইল, যার মালিকানা ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে জনসমক্ষে তুলে ধরা সম্ভব। কিন্তু সেই সব জিনিস সরাসরি ক্রেতারা পাবেন না।
বচ্চনের ‘মধুশালা’ এনএফটি কালেকশনের দামই সবচেয়ে বেশি চড়েছে প্রথম দিনের অকশনে। প্রায় ৩.১ কোটি টাকার কাছাকাছি দর উঠে এ কবিতার কালেকশনের। অমিতাভের বাবা হরিবংশ রায় বচ্চনের লেখা কবিতার বই নিজ কণ্ঠে রেকর্ড করেছেন অমিতাভ। পাশাপাশি নিলামে তোলা হয় অমিতাভের সাতটি আইকনিক ছবির পোস্টারও, সেগুলোর দরও উঠে এক লাখ মার্কিন ডলারের মতো। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ নিলামের প্রক্রিয়া চলবে বৃহস্পতিবার (৪ নভেম্বর) পর্যন্ত।
বিজ্ঞাপন
এছাড়া নিলামে রয়েছে এক ধরনের ‘লুট বক্স’। যেগুলোর প্রতিটির মূল্য ১০ মার্কিন ডলার। সেই লুট বক্সের ক্রেতারা অবশ্যই এনএফটি কালেকশন থেকে একটি শিল্প কর্ম উপহার হিসেবে পাবেন। অমিতাভের কথায়, ‘আজকের এ যুগটা ভার্চুয়াল-রিয়ালিটি এবং ডিজিটাইজেশনের, এনএফটির মাধ্যমে আমার অনুরাগীদের সঙ্গে আমি যোগাযোগের একদম অন্যরকম একটা সুযোগ পেয়েছি। এ এনএফটি মানুষকে সুযোগ করে দিচ্ছে আমার জীবনের একদম অরিজিনাল এবং বিরল কিছু ব্যক্তিগত স্মৃতি এবং মুহূর্তের সঙ্গে একাত্ম হওয়ার, সেটা আমার ছবি হোক বা মধুশালা। কিছু স্মৃতি যা সবসময়ই মনের মধ্যে থাকে’।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএসএইচ