বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে বিলাসবহুল বাড়ি দিয়েছেন স্বামী রাজ কুন্দ্রা। জুহুর এক বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট এবং অন্যান্য জিনিসপত্র মিলিয়ে মোট ৩৮.৫ কোটি টাকার সম্পত্তি শিল্পার হাতে তুলে দিয়েছেন স্বামী। পর্নকাণ্ডে কয়েক মাস হলো জামিন পেয়েছেন রাজ।

জুহুর ওই আবাসনে পাঁচটি ফ্ল্যাট এবং পুরো বেসমেন্ট রাজ লিখে দিয়েছেন স্ত্রীর নামে। যার মোট পরিমাণ প্রায় ৫৯৯৬ বর্গফুট। সেই হস্তান্তরের নথির জন্য ১.৯ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। সম্পত্তি হস্তান্তর হয়েছে চলতি বাজারদর অনুযায়ী, প্রতি বর্গফুটে ৬৫ হাজার টাকা দরে।

পর্ন ছবি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশি টানাহ্যাঁচড়ার পর থেকেই আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ছে না শিল্পা-রাজের। সম্প্রতি বোন শমিতা শেঠির জন্মদিনের পার্টিতে রাজের হাত ধরে ঘুরতে দেখা গেছে শিল্পাকে। সেই ছবি নেটমাধ্যমে আসতেই ফের রসিকতা আর কটাক্ষের বন্যা।

গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। পর্ন ভিডিও তৈরি করে সেটা অ্যাপের মাধ্যমে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১ হাজার ৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। একাধিকবার জামিন আবেদন নাকচ হওয়ার পর অবশেষে গত ২০ সেপ্টেম্বর জামিন পান রাজ। এর জন্য তাকে ৫০ হাজার রুপি মুচলেকা দিতে হয়েছিল।

এসএসএইচ