বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। নির্মাণ করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত দীপংকর দীপন। এতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মনোজ প্রামানিকসহ আরও অনেকে।

চমকে ভরা এই সিনেমায় যুক্ত হয়েছে নতুন চমক। এতে গান করেছেন দেশের সংগীতাঙ্গনের তিন গুণী। তারা হলেন পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার ও পান্থ কানাই। আরও মজার ব্যাপার হলো, তারা তিনজন মিলে একটি গান করেছেন। এর শিরোনাম ‘রক্তের শেষ বিন্দু বাজি’।

এটি পার্থ বড়ুয়ার প্রথম প্লেব্যাক। দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনোই সিনেমায় গান করেননি তিনি। অন্যদিকে পার্থ-বাপ্পা-পান্থর প্রথম কোলাবোরেশন এটি। সবমিলে গানপ্রিয় শ্রোতাদের জন্য গানটি বিশেষ কিছুই হতে যাচ্ছে।

শাহান কবন্ধর লেখা গানটির সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার। রক ঘরানার এই গান ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোর জন্য তৈরী করা হয়েছে।

এ নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘প্রথমবারের মত পার্থদা কোনো সিনেমার গানে কণ্ঠ দিলেন; সেই সঙ্গে আমার, পার্থদা ও পান্থ কানাইয়ের এই প্রথম একসঙ্গে গান করা। বিষয়টা আমার কাছে খুব ভাল লাগছে, আমি সম্মানিত বোধ করছি। এজন্য তাদের ধন্যবাদ দিতে চাই। এই কাজটা আমার কাছে বিশেষ হয়ে থাকবে। আর ধন্যবাদ দিতে চাই সিনেমার পরিচালক দীপন দাকে। তার আগ্রহ ও গানের প্রতি ভালবাসা আমাকে মুগ্ধ করেছে।’

নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘গানটি আমার খুব পছন্দ হয়েছে। আমি ছবিতে যে পাওয়ারের চিত্রায়ন করার চেষ্টা করেছি, এই গানে তার প্রতিফলন আছে। বাপ্পাদা গানের মিউজিকটিও করেছেন খুব ভালো। পার্থ দা, বাপ্পা দা আর পান্থ দা; তিন জনের ভক্ত আমি অনেক আগে থেকেই। তাদের একসঙ্গে একই গানে পেয়ে ভীষণ আনন্দিত।

সুন্দরবনে র‍্যাবের দুর্ধর্ষ অভিযানের গল্পে নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি। আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

কেআই