প্রথমবারের মতো কলকাতায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল কলকাতা’। আগামী ২০ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। যাতে বিশ্বের অনেক শিল্পী ও কলাকুশলী অংশ নেবেন। সেখানে থাকছে বাংলাদেশেরও অংশগ্রহণ।

এই উৎসবের উদ্বোধনী দিনে অন্যতম অতিথি হিসেবে হাজির থাকবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এছাড়া অতিথির চেয়ারে বসবেন বাংলাদেশের আরেক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবং পরিচালক আবু সাইয়িদ।

এমনটাই নিশ্চিত করলেন কলকাতার চলচ্চিত্র উৎসব সংগঠক প্রেমেন্দ্র মজুমদার। এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের বেশ ক’টি সিনেমা।

আয়োজকরা জানিয়েছেন, উৎসবের উদ্বোধনী দিনে (২০ সেপ্টেম্বর) প্রদর্শিত হবে বাংলাদেশের মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’। এ ছাড়া উৎসবের বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণ সেঁজুতি তুষীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিপলস’।

২০ সেপ্টেম্বর বিকাল ৫টায়, কলকাতার নন্দনে উৎসবটি উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ও পরিচালক কিরণ সান্তারাম। প্রথম দিন আরও উপস্থিত থাকবেন টলিউডের পরিচালক অতনু ঘোষ, অভিনেত্রী গার্গী রায় চৌধুরী প্রমুখ।

এদিকে, ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের বড় পর্দায় হাজির হচ্ছেন জয়া। সিনেমাটিতে আরও আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

আরআইজে