ভিডিও বার্তায় মিম

আজ ৮ মার্চ (সোমবার) বিশ্ব নারী দিবস। আর এদিন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। ‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ’-এর ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন এই অভিনেত্রী।

ভিডিওতে মিম বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে সেই ৫০ বছর আগে। এই ৫০ বছরে বাংলাদেশকে এগিয়ে নিতে নারীর ভূমিকা অনেক। দেশের অর্থনীতি, রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য, প্রশাসন, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, নারী কোথায় নেই বলুন তো? শুধু উন্নয়নে নয়, দুর্যোগেও নারী আমাদের আগলে রেখেছে। করোনা মহামারিতেও কত নারী সম্মুখযোদ্ধা হিসেবে জীবন বাজি রেখে কাজ করেছেন আমাদের জন্য। এই নারীকে কি আমরা সুন্দর, সম্মানজনক, স্বাভাবিক জীবন দিতে পারছি?’

ভিডিও বার্তায় মিম

নারীর অনিরাপত্তারও কথা তুলে ধরেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, ‘তার (নারীর) পদে পদে বৈষম্য, বাধা, জনস্থানে হাজারও মানুষেরও মাঝেও নারী নিরাপদ নয়। এমন কী করোনার ভেতরও নারী ও শিশুর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েছে।’

নারীর প্রতি সংহিসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মিম আরও বলেন, ‘এভাবে আর চলতে দেওয়া যায় না। তাই ইউএনডিপি হিউম্যান রাইটস প্রোগ্রাম, জাতীয় মানবাধিকার কমিশন, সিআরআইয়ের তরুণদের প্ল্যাঠফর্ম ইয়াং বাংলাকে সাথে নিয়ে ‘উইম্যান সেফটি ইন পাবলিক প্লেসেস’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের মূল শক্তি হলো আপনারা অর্থাৎ বাংলাদেশের তরুণেরা। আন্তর্জাতিক নারী দিবসে আমি বিদ্যা সিনহা মিম রুখে দাঁড়িয়েছি নারীর প্রতি সংহিসতার বিরুদ্ধে। আপনি আছেন তো আমাদের সাথে?’

আরআইজে