প্রয়াত চিত্রনায়ক মান্নাকে নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে মান্না ফাউন্ডেশন। এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, গরিব ও দুঃস্থদের সহযোগিতা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্না এসব উদ্যোগের কথা জানিয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের এলেঙ্গায় প্রয়াত চলচ্চিত্র প্রযোজক ও নায়ক সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্নার জন্মদিন উপলক্ষ্যে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না ফাউন্ডেশনের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এসময় তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা জানান।

মান্না ফাউন্ডেশনের কালিহাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোকবুল হোসেন জানান, রোজার কারণে প্রয়াত নায়ক মান্নার জন্মদিন পালনে তেমন আয়োজন ছিল না। তবে ফাউন্ডেশনের পক্ষ থেকে নায়ক মান্নার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া ও কবর জিয়ারত করা হয়। এসময় নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, ফাউন্ডেশনের সভাপতি জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় শেলী মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে কী কী করা হবে সেই বিষয়ে আলোচনা করেন। ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, গরিব ও দুঃস্থদের জন্য সহায়তা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী প্রজন্ম যেন নায়ক মান্নার কথা স্মরণ করেন এজন্য তাকে নিয়ে গবেষণা ও তার জীবনী লেখার কাজ চলছে। এছাড়া মান্নাকে নিয়ে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মান্না ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি ও মান্নার চাচা সাফী তালুকদার বলেন, ‘এফডিসি থেকে কোনো খোঁজখবর রাখা হয় না। বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক ছিলেন মান্না অথচ এফডিসি কর্তৃপক্ষ তথা কমিটির কেউ কবর দেখতে বা খোঁজ নিতে আসে না।’

তিনি আরও জানান, ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার মান্নার জন্মদিন পালন শেষে উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মান্নার স্ত্রী শেলী মান্না, মান্নার মামা ওয়েদুজ্জামান শিশিরসহ মান্না ফাউন্ডেশনের সদস্যরা।

চিত্রনায়ক সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্না ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৮ সালে ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহুল জনপ্রিয় এই অভিনেতা।

অভিজিৎ ঘোষ/কেএইচটি