হিরো আলম মানেই আলোচনা। বিশেষ করে সামাজিক মাধ্যমে প্রায় ভাইরাল হন তিনি। সিনেমায় তার অভিনয় বিভিন্ন বিতর্কের সৃষ্টি করলেও ভক্তদের অনেক প্রশংসা পেয়েছেন।

সিনেমায় অভিনয় ছাড়াও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন হিরো আলাম। এবার করোনার মধ্যে অসহায় মানুষদের সাহায্য করলেন তিনি। 

নিজ এলাকা বগুড়ায় ৩০০ পরিবারকে ইফাতার সামগ্রী বিতরণ করলেন হিরো আলম। এর মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলা, শুকনো বুন্দিয়াসহ প্রয়োজনীয় সামগ্রী।

ইফতার দেওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি খুব বেশি কিছু করতে পারিনি। আমার সামর্থ্য মতো চেষ্টা করেছি রোজার মাসে মানুষদের সাহায্য করতে। জানি না কতটুকু করতে পেরেছি।’

শুধু রোজার মাসেই নয়। ঈদের সময়েও সবাইকে সাহায্যের পরিকল্পনা করেছেন হিরো আলম। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের এই করোনা পরিস্থিতে অনেক মানুষ আর্থিক সংকটে রয়েছে। আমি চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। ঈদে পরিকল্পনা রয়েছে সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করব।’

এমআরএম