এর আগে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। এবার তিনি প্রথমবারের মতো অপু বিশ্বাসের নায়ক হয়ে আসছেন।

‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন নবাগত পরিচালক সোলায়মান আলী লেবু। ১৭ মে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে।

সিনেমাটি নিয়ে জয় চৌধুরী বলেন, “অপু দিদির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছি। আমি খুব আনন্দিত। সিনেমাটি রোমান্টিক গল্পের। নির্মাণেও বেশ চমক থাকছে। সিনেমাটির সবার ভালোবাসা কামনা করছি। আশাকরি দর্শকদের ভালো একটা সিনেমা উপহার দিতে পারব।’

তিনি আরও জানান, ১৭ মে থেকে টানা ১০ দিন এফডিসিতে সিনেমাটির শুটিং চলবে। এরপর কয়েক দিনের বিরতির পর কুষ্টিয়াতে শুরু হবে দ্বিতীয় লটের শুটিং।

সিনেমাটি প্রযোজনা করেছে উপমা কথাচিত্র। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।