'বলতে বলতে চলতে চলতে' অ্যালবামে গীতিকবি তারেক আনন্দের কথায় ‘বর্ষা চোখ’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন ইমরান। সে সময় অডিওতেই গানটি জনপ্রিয়তা পায়। ইউটিউবে ভক্তদের বানানো শতাধিক ভিডিও রয়েছে গানটির। প্রকাশিত স্টুডিও ভার্সনের ভিউ কোটি ছাড়িয়ে।

এবার এই গান থাকছে অনন্ত জলিলের আলোচিত সিনেমা ‘দিন: দ্য ডে’তে। সিনেমার জন্য এই গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন ইমরান।

গানটি প্রসঙ্গে গীতিকবি তারেক আনন্দ বলেন, ‘অডিওতে এই গানের মাধ্যমে অগনিত মানুষের ভালোবাসা পেয়েছি৷ এবার গানটি আসছে বড় পর্দায়। এটা আমার জন্য আরও ভালো লাগার। অডিওর মতো সিনেমায়ও গানটি শ্রোতারা গ্রহণ করবেন আশা করি।’

ইমরান মাহমুদুল বলেন, ‘অডিও গানটি শোনার পরই অনন্ত ভাই গানটিকে সিনেমায় ব্যবহার করতে চেয়েছেন। তাই নতুন করে গানটির সংগীতায়োজন করেছি। আশা করছি সিনেমার দর্শকদের কাছেও এই গান ভালো লাগবে।’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্তর বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এছাড়া ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী সিনেমাটিতে অভিনয় করেছেন। আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

আরআইজে