ধর্ষণের শিকার হওয়ার ঘটনা আলোচনায় আসা মানেই সামাজিক মাধ্যমে জনগণের প্রতিবাদ। এমনকি চুপ থাকেন না দেশের তারকারাও। অথচ নিজেদের সহকর্মী নায়িকা পরীমণির সঙ্গে যখন এমনটা ঘটল, তখন নিশ্চুপ সবাই। 

গতকাল সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে পরীমণির ধর্ষণের চেষ্টার অভিযোগ লেখেন। এরপর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমে ঘটনার বর্ণনা দেন এই নায়িকা। চারদিন আগে বিভিন্ন সহকর্মী ও শিল্পী সমিতিকে বিষয়টি জানিয়েও কাউকে পাশে পাননি তিনি। 

তবে সেই ঘটনার যখন সবার সামনে এলো তখন কেউ কেউ সাড়া দিলেন। তাদের একজন বরেণ্য অভিনেত্রী অরুণা বিশ্বাস। সামাজিক মাধ্যমে জানালেন তার প্রতিবাদ।

সংবাদ সম্মেলনে পরীমণি

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তার প্রোফাইলে পরীমণির ঘটনার প্রতিবাদ করে একটি স্ট্যাটাস দেন। সেখানে এই অভিনেত্রীর সঙ্গে এক হয়ে কমেন্টে অরুণা বিশ্বাস লেখেন, ‘পাশে দাঁড়ানোর জন্য মাথা থাকা লাগে, আমরা জ্বলতে জ্বলতেই তো শেষ, সারাদিন বিক্রি করা শিল্পী আমরা, তাই কাকে রেখে কাকে তেল মারব এটাই এখনও বুঝি না।

তিনি লেখেন, ‘পরীকে আমি ব্যক্তিগত ভাবে জানি না, কিন্তু নারী হিসেবে আমার প্রতিবাদ, নারীকে সন্মান দিন।’

উল্লেখ্য, রোববার (১৩ জুন) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরীমণি স্ট্যাটাস দিয়ে জানান, তাকে হত্যা ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এরপর তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এ দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

এমআরএম