যেভাবে পাইরেসির কবলে ‘রেহানা মরিয়ম নূর’
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার দৃশ্যে আজমেরী হক বাঁধন
সিনেমা দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে আঁ সার্তেইন রিগার্দ বিভাগে প্রথম প্রতিনিধিত্ব করা বাংলাদেশি সিনেমা‘রেহানা মরিয়ম নূর’। গত ৭ জুলাই সিনেমাটির প্রথম প্রদর্শনী হয় এই উৎসবের অন্যতম ভেন্যু সাল দুবুসি থিয়েটারে।
ইতিহাস রচনা করা সিনেমাটি এবার পড়েছে পাইরেসির কবলে। আগামী অক্টোবরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছিল। কিন্তু তার আগেই বিভিন্ন ওয়েবসাইট, ইউটিউব আর গুগল ড্রাইভের মাধ্যমে দেখা যাচ্ছে সিনেমাটির পাইরেটেড কপি!
বিজ্ঞাপন
বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করা সিনেমাটি কীভাবে পাইরেসি হলো? জানতে চাইলে সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি কারও কাছে যাওয়ার কথা নয়। গেল ২ আগস্ট মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অনলাইন স্ক্রিনিং হয়েছিল সিনেমাটির। আমাদের ধারণা সেখান থেকে ভিপিএনের মাধ্যমে কাজটি করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘আমরা ডিবিতে মামলা করেছি। তাদের সাইবার ইউনিট এটা নিয়ে কাজ করছে। কারা সিনেমাটি অনলাইনে ছড়িয়েছেন বা ছড়াচ্ছেন, সেটা খোঁজা হচ্ছে। আশা করি, দ্রুত অপরাধীরা আইনের আওতায় আসবে।’
বিজ্ঞাপন
পাইরেসি হওয়ায় ইতোমধ্যে মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ১৭ ও ২১ আগস্টের দুটি অনলাইন প্রদর্শনী স্থগিত রেখেছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ১ ঘণ্টা ৪৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’-এর গল্প আবর্তিত হয়েছে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে। যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন। আর সেই চরিত্রটি করেছেন আজমেরী হক বাঁধন।
এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী প্রমুখ।
সিনেমাটি নির্মিত হয়েছে সিঙ্গাপুরের পোটোকল ও বাংলাদেশের মেট্রো ভিডিওর ব্যানারে। প্রযোজনা করেছে বাংলাদেশের সেন্সমেকারস ও ফ্রান্সের জিরেল প্রোডাকশন।
আরআইজে