আজ থেকে ১৪ বছর আগে ২০০৭ সালে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় কায়েস আরজুর। প্রথম সিনেমা দিয়েই দর্শকের অনেক ভালোবাসা পান তিনি। এরপর গত ১৪ বছরে মুক্তি পায় আরজু অভিনীত ৯টি সিনেমা।

তবে এই প্রথম বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন তিনি। মার্কস গোল্ড মিল্কের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আশফাক উজ্জামান বিপুল। যেখানে নতুন গেটআপে হাজির হয়েছেন আরজু।

প্রথম বিজ্ঞাপনচিত্র নিয়ে তিনি বলেন, ‘আমি চেয়েছি শুধুমাত্র সিনেমা নিয়েই পড়ে থাকতে। তাই কখনো নাটক-টেলিফিল্ম কিংবা বিজ্ঞাপনচিত্রে কাজ করিনি। তবে গত দুই বছর ধরে নিজেকে কিছুটা ভেঙেছি। তারই অংশ হিসেবে এই বিজ্ঞাপনচিত্রটি করেছি। গত ১৯ অক্টোবর থেকে প্রচারের পর দারুণ সাড়া পাচ্ছি। নিজের প্রথম সিনেমার মতো প্রথম বিজ্ঞাপনের অভিজ্ঞতাও দারুণ!’

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কায়েস আরজু অভিনীত চারটি সিনেমা-ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, জাফর আল মামুনের ‘এক পসলা বৃষ্টি’, শাখাওয়াত হোসাইনের ‘হিমুর বসন্ত’ এবং গাজীউর রহমানের ‘এই তুমি সেই তুমি’। শিগগিরই ওয়েব সিরিজে যুক্ত হবেন বলেও জানান এই নায়ক।

আরআইজে