দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। সন্তান ও পরিবার নিয়েই তার যত ব্যস্ততা। মাঝেমধ্যে দেশে ফিরলেও সিনেমায় আর ফেরেননি। রূপালি পর্দায় তার ফিরে আসা মরীচিকার মতো অধরাই রয়ে গেছে।

এদিকে কিছুদিন আগেই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হন শাবনূর। একা নন, তার ছেলে আইজানও ভাইরাসটিতে সংক্রমিত হয়। তবে সুখবর হলো, তারা দু’জনেই সুস্থ হয়ে গেছেন। বুধবার (১২ জানুয়ারি) গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন নায়িকা।

শাবনূর জানান, তিনি ও আইজান এখন পুরোপুরি সুস্থ। তবে শারীরিক দুর্বলতা রয়ে গেছে। শাবনূর গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বাস করুন খুবই বাজে একটা রোগ করোনা। ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম। তাছাড়া জ্বর ও হাচি কাশিতে ঘরের মধ্যে আতঙ্ক নিয়ে থাকতে হয়েছে।’ 

করোনায় আক্রান্ত হয়ে শাবনূরের একটি কঠিন উপলব্ধি হয়েছে। এই ভাইরাস তাকে এতোটাই ভুগিয়েছে যে, তিনি চান না, তার কোনো শত্রুরও এই রোগ হোক। নায়িকা বলেন, ‘আমার শক্রুরও যেনো এই রোগ না হয়। এই দোয়াই করি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া তিনি আমাকে ও আমার ছেলেকে সুস্থ করেছেন।’

চিকিৎসকের পরামর্শ মেনে এখন ডায়েট না মেনেই চলছেন শাবনূর। তার ভাষ্য, ‘শুনেছি, করোনামুক্ত হওয়ার মাস ২-৩ পর্যন্ত শারীরিক দুর্বলতা নাকি থাকেই। ডাক্তার বলেছেন খাওয়াদাওয়া করতে। আপাতত তাই, কোনো ডায়েট নিয়ে ভাবছি না। খাচ্ছি-দাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি।’

প্রসঙ্গত, সিনেমায় কাজ না করলেও সম্প্রতি শাবনূর সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় হয়েছেন। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল খুলে যুক্ত থাকছেন ভক্তদের সঙ্গে। গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার কথা থাকলেও ব্যক্তিগত কারণে আসেননি। নতুন বছরে করোনার প্রকোপ বেড়েছে সবখানে। তাই সহসাই এ নায়িকা ফিরছেন না দেশে, তা অনুমেয়।

কেআই